ভারতের উড়িষ্যায় হাসপাতালে আগুন, নিহত ১৯

nonameভারতের উড়িষ্যা রাজ্যের ভুবনেশ্বরের একটি হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন শতাধিক রোগী ও তাদের স্বজন। নিহতদের বেশিরভাগই ধোয়ায় দম আটকে মারা গেছেন।

অনেক রোগী ও হাসপাতালের কর্মী আগুন থেকে বাঁচতে ভবনের বিভিন্ন তলা থেকে নিচে লাফ দেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের থামিয়ে দেয়।

কর্মকর্তারা জানিয়েছেন, বেসরকারি ওই হাসপাতালটির ডায়ালিসিস ওয়ার্ডে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ বলছে, আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

এর আগে বিভিন্ন খবরে মৃতের সংখ্যা ২২ জন আবার কোথাও ২৩ জন বলা হলেও ভুবনেশ্বরের পুলিশ কমিশনার ইয়োগেশ খুরানিয়া নিশ্চিত করেছেন এখনও পর্যন্ত ১৯টি মৃতদেহ উদ্ধার করা গেছে।

ভোরের দিকে আগুন নেভাতে সমর্থ হয়েছেন দমকল বাহিনীর কর্মীরা। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইট বার্তায় এ ঘটনায় শোক প্রকাশ করেছেন। সূত্র: বিবিসি।

/এমপি/