অভিযোগকারী নারীরা ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যা বলছেন: মেলানিয়া

মেলানিয়া ট্রাম্পএবার ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ তোলা নারীদের বিরুদ্ধেই উল্টো অভিযোগ তুললেন ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্প। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে মেলানিয়া বলেন, ডোনাল্ড ট্রাম্প একজন ভদ্রলোক। তার বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলা নারীরা মিথ্যা বলছেন।

মেলানিয়া ট্রাম্প বলেন, ‘আমি আমার স্বামীকে বিশ্বাস করি। তিনি কখনোই এ ধরনের কাজ করতে পারেন না। আমি জানি তিনি নারীদের সম্মান করেন। এরপরও তিনি এই অভিযোগগুলো  (যৌন হেনস্তা) অস্বীকার করেছেন। কারণ এগুলো মিথ্যা অভিযোগ।’

আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবালিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রতিপক্ষ হিলারি ক্লিনটনের দিকেও অভিযোগের আঙ্গুল তোলেন মেলানিয়া ট্রাম্প। তার দাবি, ডোনাল্ড ট্রাম্পের প্রচার-প্রচারণাকে ব্যাহত করতেই তার বিরুদ্ধে এ ধরনের তৎপরতা চালাচ্ছে হিলারি ক্লিনটনের নির্বাচনি টিম ও সংবাদমাধ্যমগুলো।

এর আগে গত ৮ অক্টোবর) নারীদের প্রতি ডোনাল্ড ট্রাম্পের ‘অগ্রহণযোগ্য ও আক্রমণাত্মক’ মন্তব্যের জন্য তাকে ক্ষমা করার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছিলেন মেলানিয়া ট্রাম্প।

মেলানিয়া ট্রাম্প

৭ অক্টোবর ২০১৬ তারিখে ১১ বছর আগে ট্রাম্পের এক  নারীবিদ্বেষী মন্তব্যের ভিডিও প্রকাশিত হয়। এরপর থেকেই তুমুল সমালোচনার মুখে পড়েন ট্রাম্প। ২০০৫ সালে ধারণ করা অডিও সাক্ষাৎকারটি মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট ফাঁস করে। এতে দেখা যায়, মার্কিন টেলিভিশন চ্যানেল এনবিসি-র উপস্থাপক বিলি বুশকে ট্রাম্প বলেন, ‘তারকারা নারীদের নিয়ে যা খুশী করতে পারে; আর এতে ওই নারীরাও বাধা দেবে না।’ সাক্ষাৎকারে ট্রাম্প এক বিবাহিত অভিনেত্রীর সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে তার আগ্রহের কথাও জানান। মিস ইউনিভার্সসহ কয়েকটি সৌন্দর্য প্রতিযোগিতার অন্যতম আয়োজক ট্রাম্প সুন্দরী নারীদের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনের আকাঙ্ক্ষাও জানিয়েছিলেন।

ট্রাম্প ২০০৫ সালে যখন মন্তব্যটি করেছিলেন তার কিছুদিন আগেই মেলানিয়াকে বিয়ে করেন তিনি। সূত্র: বিবিসি, আল জাজিরা।

/এমপি/