যুক্তরাষ্ট্রের পয়ঃনিষ্কাশন লাইনে দেড় লাখ গ্যালন বিষাক্ত রাসায়নিক!

08যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যের পয়ঃনিষ্কাশন লাইনে গিয়ে মিশেছে দেড় লাখ গ্যালন বিষাক্ত রাসায়নিক। একটি মার্কিন বিমান ঘাঁটি থেকে ভুলক্রমে এসব বিষাক্ত দূষিত পানি গিয়ে মিশে কলোরাডো স্প্রিংস এলাকার ওই পয়ঃনিষ্কাশন লাইনে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

কলোরাডো স্প্রিংস এলাকার পিটারসন বিমান ঘাঁটি থেকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করা হয়েছে। তবে ওই পিএফসি কতটা উচ্চমাত্রার রাসায়নিক সে সম্পর্কে বিমান ঘাঁটির তরফে কিছু জানানো হয়নি। তবে এটা শহরের পানি সরবরাহ ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করবে না।

গত সপ্তাহের কোনও এক সময়ে একটি স্টোরেজ ট্যাংক থেকে ওই বিষাক্ত পানি ছড়িয়ে পড়ে। এ ঘটনার কারণ এবং স্থানীয়দের মধ্যে এর ঝুঁকি কেমন হতে পারে সে বিষয়ে তদন্ত চালানো হচ্ছে।

পিএফসি জাতীয় রাসায়নিক পদার্থ এমনিতেই বেশ বিপজ্জনক। এর প্রভাবে ক্যানসারের মতো রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

/এমপি/