গৃহবন্দি হতে পারেন ইমরান খান

353509_76716595

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতা ইমরান খানকে গৃহবন্দি করতে পারে পাকিস্তানে বর্তমানে ক্ষমতাসীন নওয়াজ শরিফ সরকার। আগামী ২ নভেম্বরের আগেই তাকে গৃহবন্দিত্ব বরণ করতে হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।

সূত্র জানায়, ইমরান খানসহ বেশ কিছু পিটিআই নেতাকে গৃহবন্দি করে রাখা হতে পারে। কেননা তারা শরিফ-বিরোধী এক সমাবেশের পরিকল্পনা করেছেন। পিটিআই নেতাদের দাবি অনুযায়ী নওয়াজ শরিফের মধ্যে ‘জবাবদিহিতার অভাব’ রয়েছে। এরই প্রেক্ষিতে ইসলামাবাদ অবরুদ্ধ করে সরকারের কর্মকাণ্ড বন্ধ করে দিতে চাইছে পিটিআই।

এর প্রতিক্রিয়ায় নওয়াজ শরিফের দল পাকিস্তান মুসলিম লিগের (নওয়াজ) মুখপাত্র জানান, ‘কাউকেই ইসলামাবাদ অবরুদ্ধ করতে দেওয়া হবে না। এ ধরনের যে কোন উদ্যোগ বন্ধ করে দেবে সরকার।’

উল্লেখ্য, সোমবার ২ নভেম্বরের ইসলামাবাদ অবরোধ কর্মসূচি ঘোষণা করেন ইমরান খান।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া

/ইউআর/