কন্টেইনারে ঢুকে চট্টগ্রাম থেকে অন্ধ্রপ্রদেশ!

download

ভারতীয় রাজ্য অন্ধ্র প্রদেশের বিশাখাপত্তম বন্দরে চট্টগ্রাম থেকে যাওয়া একটি কন্টেইনার খুলে এক বাংলাদেশি যুবককে উদ্ধার করা হয়েছে। বিভিন্ন ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে এসব কথা জানা গেছে।

দ্য হিন্দুর খবরে বলা হয়েছে, রোহান হোসেন নামের ওই যুবক ১২দিন আগে চট্টগ্রাম বন্দরে খালি কন্টেইনারে ঢুকেছিলেন বলে ভারতীয় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে। তিনি এখন ভারতীয় পুলিশের তত্ত্বাবধানে বিশাখাপত্তমের কিং জর্জ হাসপাতালে চিকিৎসাধীন।

জেনেভাভিত্তিক প্রতিষ্ঠান মেডিটারিয়ান শিপিং কোম্পানির স্থানীয় এজেন্ট জানিয়েছেন, কন্টেইনারটি বাংলাদেশ থেকে খালি গিয়েছিল। এটি বিশাখাপত্তমের সামসারা শিপিং কোম্পানি বুকিং দিয়েছিল।

ভারতীয় পুলিশ জানিয়েছে, অন্ধ্র প্রদেশের বন্দরে ভিসিটিপিএলের কর্মকর্তারা বন্ধ কন্টেইনারটি নিয়ম অনুযায়ী খোলার পর ভেতরে ক্ষীণদেহী এক ব্যক্তিকে দেখতে পান। এ সময় ওই ব্যক্তি পানিশূন্যতায় ভুগছিলেন। ওয়ান টাউন পুলিশ স্টেশনের কর্মকর্তা ভেনকাত রাও জানিয়েছেন, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি শ্রমিক। কন্টেইনারটি লোডের সময় সে হয়তো ভেতরে আটকা পড়েছিল।

তিনি বলেন, ‘এটি সংঘবদ্ধ মানবপাচারের ঘটনার মতো মনে হচ্ছে না। ওই ব্যক্তিকে অর্ধ-চেতন অবস্থায় উদ্ধার করা হয়েছে এবং তাকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।’ সূত্রের বরাত দিয়ে দ্য হিন্দু জানিয়েছে, বাংলাদেশে ১২ দিন আগে কন্টেইনারটি জাহাজে তোলা হয়েছিল। এ কয়দিন ওই ব্যক্তি খাদ্য ও পানীয়বিহীন অবস্থায় ছিল।

 ভেনকাত রাও বলেন, ‘ওই ব্যক্তির বেঁচে যাওয়াটা অলৌকিক। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। আমরা তাকে আমাদের হেফাজতে নিয়েছি।’

 

/বিএ/