মেক্সিকোতে লরি থেকে ১২১ অভিবাসী উদ্ধার

_92008224_mexicotabasco4641016

মেক্সিকোতে একটি লরির মধ্যে থেকে ১২১ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। মেক্সিকো কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে এরা লরিতে করে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করছিলেন।

সূত্র জানায়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় রাজ্য তাবাসকোর একটি পুলিশ চেকপোস্টে শিশুদের কান্না শুনে লরিটিকে থামায় পুলিশ। লরির মধ্যে ৫৫টি শিশু ছিল। এরা ভয়াবহ রকম পানিশূন্যতায় ভুগছিলো।

এই অভিবাসন প্রত্যাশীদের বেশিরভাগই এসেছেন হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভাদর ও ইকুয়েডর থেকে।

অভিবাসীরা জানান, তারা অনেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে পৌঁছে দেওয়ার জন্য ৫ হাজার ডলার পর্যন্ত দিয়েছেন লরির চালককে।

কর্তৃপক্ষ জানায়, ওই লরির চালককে গ্রেফতার করা হয়েছে।

উল্লেখ্য, কিছুদিন ধরে অভিবাসন প্রত্যাশীদের মধ্যে মেক্সিকো হয়ে লরিতে করে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রবণতা বৃদ্ধি পেয়েছে। প্রতি বছর গড়ে প্রায় দশ হাজার অভিবাসী এমন বিপদজনক পথে যুক্তরাষ্ট্রে পৌঁছানোর চেষ্টা করেন।

সূত্র: বিবিসি

/ইউআর/