জাপানে ৬.২ মাত্রার ভূমিকম্প

ভূমিকম্প
জাপানে শুক্রবার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৬ দশমিক ২। স্থানীয় সময় দুপুর ২টা ৩০ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। তবে এতে তাৎক্ষণিকভাবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। কোনও সুনামি সতর্কতাও জারি করা হয়নি।

প্রাথমিকভাবে এটিকে ৬ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প বলা হলেও পরে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, প্রকৃতপক্ষে এটি ছিল ৬ দশমিক ২ মাত্রার। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল কুরাওইয়োশি এলাকা সংলগ্ন ওসাকা’র পশ্চিমে ভূপৃষ্ঠের ৬ দশমিক ৩ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের ফলে বিদ্যুৎ বিপর্যয়ের মুখে পড়েন প্রায় ৮০ হাজার স্থানীয় বাসিন্দা। পরে অবশ্য বেশিরভাগ এলাকার বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, ভূমিকম্পের ফলে জাপানের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কোনও ক্ষতি হয়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সির পক্ষ থেকে আগামী কয়েকদিনে আফটার শক হতে পারে বলে লোকজনকে সতর্ক করে দেওয়া হয়েছে। সূত্র: সিএনএন।

/এমপি/