সরকারের বিরুদ্ধে ক্যুয়ের অভিযোগ ভেনেজুয়েলার বিরোধী দলের

henriq

ভেনেজুয়েলার বিরোধী দলের নেতারা দাবি করেছেন, প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে গণভোট স্থগিত করে এবং রাজনৈতিক নেতাদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে ক্যু পরিস্থিতির সৃষ্টি করেছে সরকার।

এরই প্রেক্ষিতে আগামী সপ্তাহে দেশজুড়ে প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন প্রধান বিরোধী দলীয় নেতা হেনরিক ক্যাপরিলস।

হেনরিক বলেন, ‘ভেনেজুয়েলার জনগণের বিরুদ্ধে ক্যু চালাচ্ছে সরকার।’

আগামী বুধবার প্রতিবাদ সমাবেশের ডাক দিয়ে তিনি আরও বলেন, ‘আমরা ভেনেজুয়েলাকে শেষ পর্যন্ত নিয়ে যাব। পুরো জনগণকে একতাবদ্ধ করে সাংবিধানিক শৃঙ্খলা ফিরিয়ে আনবো আমরা।’

এর আগে আদালত আট বিরোধী দলীয় নেতার দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা জারি করে। তবে এই নিষেধাজ্ঞার পেছনে কারণ উল্লেখ করেনি আদালত। শুধু বলা হয়েছে গণভোটের পক্ষে স্বাক্ষর গ্রহণ প্রচারণায় কারচুপির প্রমাণ পাওয়া গিয়েছে।

সূত্র: বিবিসি 

/ইউআর/