ছোট হয়ে আসছে ব্রিটেনের রুশ দূতাবাস

ব্রিটেনে রাশিয়ার রাষ্ট্রদূত আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো বলেছেন, লোকবলের অভাবে তাদের দূতাবাস ছোট হয়ে আসছে। দূতাবাসের কর্মকর্তাদের ভিসা দিতে বিলম্ব করা এবং ব্রিটিশ মন্ত্রীদের ‘রাশিয়া বিরোধী’ বক্তব্যের তীব্র সমালোচনা করেন তিনি।

আলেক্সান্ডার ইয়াকোভেঙ্কো

ইয়াকোভেঙ্কো অভিযোগ করেন, ‘লন্ডন দূতাবাসে রাশিয়ার পর্যাপ্ত কূটনৈতিক কর্মকর্তা নেই। তাই দূতাবাস ছোট হয়ে আসছে। যে কর্মকর্তারা দেশে ফিরে গিয়েছেন, তাদের বদলে যাদের আসবেন, তাদের ভিসা দিতে বিলম্ব করছে ব্রিটিশ কর্তৃপক্ষ।’

তিনি আরও বলেন, ‘আশা করছি, এই সরকারের অধীনে এই সমস্যার সমাধান হবে। লন্ডনে আমরা এটা বুঝে উঠতে পারি না, এই দেশের ভিসা সম্পর্কিত নীতি কী?’

২০০৬ সালে লন্ডনে সাবেক কেজিবি কর্মকর্তা আলেক্সান্ডার লিটভিনেঙ্কো নিহতের ঘটনা এবং সিরিয়া ও ইউক্রেন প্রশ্নে মুখোমুখি অবস্থানে রয়েছে রাশিয়া ও ব্রিটেন।

চলতি মাসে, ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন এবং প্রধানমন্ত্রী থেরেসা মে রাশিয়ার তীব্র সমালোচনা করে বক্তব্য দিয়েছেন। এর বিপরীতে ইয়াকোভেঙ্কো তাদের বক্তব্যকে ‘রাশিয়া বিরোধী’ বলে দাবি করেছেন।

তবে ব্রিটিশ পররাষ্ট্র দফতরের এক মুখপাত্র বলেছেন, ‘আমরা রুশ কর্তৃপক্ষ করে সাফ জানিয়ে দিয়েছি, উভয় পক্ষের ভিসা সমস্যাই সমাধান করতে হবে। আর এজন্য একসঙ্গে কাজ করতে হবে।’

সূত্র: বিবিসি।  

/এসএ/বিএ/