অনশন ভাঙলেন গুয়ানতানামোর সাবেক বন্দি দিয়াব

diyab 2

উরুগুয়েতে বসবাসরত গুয়ানতানামোর সাবেক বন্দি সিরিয়ান জিহাদ দিয়াব অনশন ভঙ্গ করেছেন। শনিবার মানবাধিকার কর্মীরা এ তথ্য নিশ্চিত করেছেন। তারা জানান, অভিবাসনের দাবিতে অনশন করছিলেন দিয়াব, তাকে একটি পছন্দসই প্রস্তাব দেওয়া হয়েছে। সেই প্রস্তাব পেয়েই তারা অনশন ভেঙেছেন।

দিয়াব ওয়াচ নামের একটি সংস্থা জানায়, দুই মাস ধরে অনশন করে আসছিলেন দিয়াব। তিনি অন্য কোনও দেশে অভিবাসন দাবি করছিলেন। তবে তাকে কোন দেশে অভিবাসনের প্রস্তাব দেওয়া হয়েছে তা জানায়নি দলটি।

দলটি এক বিবৃতিতে জানায়, টানা ৬৮ দিন ধরে অনশন পালন করে দুর্বল হয়ে পড়েছেন ৪৫ বছর বয়সী দিয়াব। পরিবারের সঙ্গে পুনর্মিলনের যে দাবি তিনি করেছিলেন, তা মেনে নিয়ে তাকে ভ্রমণের অনুমতি দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, ২০১৪ সালে উরুগুয়েতে শরণার্থী হয়ে আসা ছয় সাবেক গুয়ানতানামো বন্দির মধ্যে দিয়াব একজন। দিয়াব অন্য কোন দেশে তার পরিবারের সঙ্গে একত্রে বসবাসের দাবি করে আসছিলেন, কেননা উরুগুয়েতে স্ত্রী সন্তান নিয়ে বসবাস করার মতো সঙ্গতি তার নেই।

গত অগাস্ট মাসে ভেনেজুয়েলার কারাগারে তিনি অনশন শুরু করেন। উরুগুয়ের সঙ্গে বন্দি বিনিময় চুক্তির অনুলিপি পাওয়ারও দাবি জানান তিনি। 

সূত্র: গার্ডিয়ান

/ইউআর/বিএ/