‘আফগানিস্তানে ৩০ অপহৃতকে হত্যা করেছে আইএস’

ঘোর প্রদেশে ৩০ জনকে হত্যা করা হয়আফগানিস্তানের ঘোর প্রদেশে সন্দেহভাজন আইএস জঙ্গিরা অন্তত ৩০ জন বেসামরিক নাগরিককে অপহরণের পর হত্যা করেছে বলে দাবি করেছে দেশটির কর্তৃপক্ষ। মঙ্গলবার (২৫ অক্টোবর) ফিরোজ কহ এলাকায় তাদের হত্যা করা হয়। এক আফগান পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা খবরটি নিশ্চিত করেছে। তবে আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত আইএস কিংবা অন্য কোনও সংগঠনের পক্ষ থেকে এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করা হয়নি।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, স্থানীয় এক আইএস কমান্ডারের মৃত্যুর বদলা নিতে জঙ্গিরা এ হত্যাকাণ্ড চালায় বলে দাবি করেছে প্রাদেশিক কর্তৃপক্ষ।
প্রাদেশিক গভর্নরের মুখপাত্র আব্দুল হাই খাতিবি বলেন, ‘ঘোর প্রদেশে এক অভিযান চলার সময় আইএস সদস্যরা ৩০ জনের মতো বেসামরিক নাগরিককে অপহরণ করে। প্রাদেশিক রাজধানীর কাছ থেকেই তাদের অপহরণ করা হয় এবং বদলা হিসেবে তাদেরকে গুলি করে তাদের সবাইকে হত্যা করা হয়।’
অবশ্য, মার্কিন বার্তা সংস্থা এপিকে দেওয়া সাক্ষাৎকারে হামলাকারীদেরকে দলত্যাগী তালেবান বলে উল্লেখ করেছেন খাতিবি। গত বছর তালেবানের এ দলটি আফগানিস্তানের আইএস-এর আনুগত্য বরণ করে বলে জানান তিনি।
/এফইউ/