‘দুর্ভিক্ষের এক ধাপ আগে রয়েছে ইয়েমেন’

Yemenইয়েমেনের ৮০ শতাংশ মানুষের জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। কারণ এ মুহূর্তে দেশটি দুর্ভিক্ষের এক ধাপ আগে রয়েছে। সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে এমন তথ্য জানিয়েছেন সংস্থাটির আন্ডার-সেক্রেটারি-জেনারেল স্টিফেন ও’ব্রায়েন।

ইয়েমেনের চলমান সংঘাত, বিশেষ করে সৌদি আরবের নেতৃত্বাধীন বাহিনীর বিমান হামলায় যখন নারী ও শিশুসহ বিপুল সংখ্যক বেসামরিক মানুষ প্রাণহানির শিকার হচ্ছেন তখন এ তথ্য জানালো জাতিসংঘ।

প্রাণহানি ছাড়াও চলমান সংঘাতে ইয়েমেনে অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে।

জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল স্টিফেন ও’ব্রায়েন বলেন, ইয়েমেনের দুই কোটি ২৪ লাখ নাগরিকের মধ্যে দুই কোটি ১২ লাখ মানুষেরই জরুরি ত্রাণ সহায়তা প্রয়োজন। তিন লাখ ৭০ হাজার শিশুসহ অন্তত ২০ লাখ মানুষ ক্ষুধা ও অপুষ্টিতে ভুগছেন।

তিনি বলেন, ইয়েমেনে যুদ্ধরত পক্ষগুলো যদি অবিলম্বে শান্তি চুক্তি স্বাক্ষরে ব্যর্থ হয় তাহলে দেশটি যে ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়বে তা গোটা মধ্যপ্রাচ্যের জন্য মারাত্মক পরিণতি বয়ে আনবে।

এদিকে জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ দূত শেখ আহমেদ সোমবার বলেছেন, আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইয়েমেনে যুদ্ধবিরতি প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন। সব পক্ষ সর্বোচ্চ সদিচ্ছা নিয়ে আলোচনার টেবিলে বসলে যুদ্ধবিরতি সম্ভব বলেও মন্তব্য করেছেন তিনি।

মৌরিতানিয়ার এই কূটনীতিক সম্প্রতি ইয়েমেনে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি রোডম্যাপ তৈরি করেছেন। এতে ইয়েমেনে একটি জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠার কথা বলা হয়েছে যেটি দেশে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্র সৃষ্টি করবে। সূত্র: এবিসি নিউজ।

/এমপি/