গোয়া’য় আরও কিছু সময় থাকতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনে যোগ দিতে গত ১৬ অক্টোবর ভারত সফরে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য গোয়া’য় অনুষ্ঠিত এ সম্মেলনে উপস্থিত হয়ে গোয়ার সৌন্দর্যে অভিভূত হন শেখ হাসিনা। তিনি সেখানে আরও কিছু সময় থাকতে চেয়েছিলেন। কিন্তু ব্যস্ততার কারণে সেটা সম্ভব হয়নি। সোমবার এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গোয়ার পর্যটনমন্ত্রী দিলীপ পারুলেকার। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইন্ডিয়া।

গোয়ার পর্যটনমন্ত্রী বলেন, গোয়ায় ছুটি কাটানোর পরিকল্পনা করছেন শেখ হাসিনার পরিবারের সদস্যরা।

পর্যটন গন্তব্য হিসেবে গোয়ার প্রসারে কাজ করছেন দিলীপ পারুলেকার। তিনি জানান, বিদেশি পর্যটকদের সংখ্যা বাড়াতে রাজ্য সরকার ই-ভিসা ও গ্রুপ ভিসা চালু করবে।

দিলীপ পারুলেকার বলেন, ই-ভিসা বা গ্রুপ ভিসা নিয়ে কেউ গোয়ায় এলে তাদের এখানে থাকার সময়সীমা পছন্দের সুযোগ থাকবে।

তিনি বলেন, ব্রিকস-বিমসটেক শীর্ষ সম্মেলনের মতো আয়োজন বিদেশি পর্যটকদের গন্তব্য হিসেবে গোয়া’কে আরও আকর্ষণীয় করে তুলেছে। ব্রিকসভুক্ত এবং এর বাইরের দেশগুলো থেকেও অনেকে এরইমধ্যে গোয়া’য় আসতে শুরু করেছেন।

গোয়া’র রাজ্য সরকারের প্রত্যাশা, চলতি বছর রাজ্যটিতে ৪০ শতাংশ পর্যটক বৃদ্ধি পাবে।

/এমপি/