‘মসুলে আটকা পড়েছেন আইএস প্রধান বাগদাদি’

আবু বকর আল-বাগদাদিআইএস প্রধান আবু বকর আল-বাগদাদি ইরাকের মসুল শহরে আটকা পড়েছেন বলে খবর পাওয়া গেছে। একজন পদস্থ কুর্দি কর্মকর্তা বুধবার এ তথ্য জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট।

ইরাকের কুর্দি রিজিওনাল ব্যুরোর সভাপতি ফুয়াদ হোসেইন দ্য ইন্ডিপেন্ডেন্টকে বলেছেন, বাগদাদিকে গত ৯ মাসে জনসমক্ষে দেখা যায়নি। তবে খুব সম্ভবত তিনি বেঁচে আছেন এবং মসুলেই অবস্থান করছেন।

সেনাবাহিনীর মসুল অভিযানে আইএস প্রধান নিহত হলে এই জঙ্গি গোষ্ঠীর যুদ্ধ করার ক্ষমতায় বিপর্যয় ঘটবে বলে উল্লেখ করেন এই কুর্দি নেতা। তিনি বলেন, বাগদাদি মসুলে রয়েছেন এবং তার মৃত্যু দায়েশের অস্তিত্বকে ধ্বংসের মুখে ঠেলে দেবে।

বাগদাদি নিহত হলে আইএসের নিয়ন্ত্রণে থাকা এলাকাগুলো দ্রুততার সঙ্গে দখলমুক্ত হবে বলে মনে করেন ফুয়াদ হোসেইন। তিনি বলেন, বাগদাদি যতক্ষণ বাগদাদি বেঁচে আছে; ততক্ষণ তার জীবন বাঁচাতে জঙ্গিরা যে কোনও ধরনের পাশবিকতা চালাতে দ্বিধা করবে না।

স্বেচ্ছাসেবী বাহিনীর সহযোগিতায় ইরাকের সেনাবাহিনী বর্তমানে মসুল পুনরুদ্ধারের বিশাল অভিযান চালাচ্ছে। কয়েক সপ্তাহের মধ্যে আইএসের হাত থেকে মসুল মুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেছে ইরাক সরকার। ২০১৪ সালে মসুল দখল করে কথিত খেলাফত ঘোষণা করে আইএস। এ সময় বাগদাদি নিজেকে স্বঘোষিত খলিফা দাবি করেন।

/এমপি/