‘নির্বাচনে পরাজয় মায়ের কথা মনে করিয়ে দেয়’

হিলারি ক্লিনটনপ্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে অনাকাঙ্ক্ষিত পরাজয়ের পর হতাশায় ভেঙে পড়েছিলেন ডেমোক্র্যাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটন। এতোটাই ভেঙে পড়েন যে, ভেবেছিলেন বাড়ি থেকে আর কখনও বের হতে পারবেন না। নির্বাচনের প্রায় এক সপ্তাহ পর বুধবার রাতে ওয়াশিংটনে এক অনুষ্ঠানে নিজের নির্বাচনকেন্দ্রিক এমন হতাশার কথা জানান সাবেক এ মার্কিন ফার্স্ট লেডি। নির্বাচনে পরাজয়ের পর মায়ের শূন্যতা অনুভব করেন তিনি। বারবার তার মায়ের কথা মনে পড়ে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান।

চিলড্রেনস ডিফেন্স ফান্ড নামের তহবিল গঠন বিষয়ক ওই অনুষ্ঠানে দেওয়া ভাষণে হিলারি নির্বাচনি ফলের পর তার মানসিক অবস্থা নিয়ে কথা বলেন। তার ভাষায়, 'ভোটের ফল শুনে আমি এতোটাই মুষড়ে পড়েছিলাম যে, মন চাইছিল মাটিতে গড়াগড়ি দিয়ে কান্না করি। আমি এতোটাই বিমর্ষ ছিলাম যে, ভাবতেও পারিনি আজ সন্ধ্যায় শিশুদের সুরক্ষায় তহবিল গঠনের এ অনুষ্ঠানে সবার মাঝে উপস্থিত হতে পারবো। পরাজয়ের পর আমি আর কখনও বাড়ি থেকে বের হতে চাইনি।'

নির্বাচনে পরাজয়ের পর মায়ের কথা খুব মনে পড়ে বলেও জানান হিলারি। বলেন, পারলে প্রাণ খুলে মায়ের সঙ্গে এই কঠিন সংগ্রাম নিয়ে আলোচনা করতেন।

২০১১ সালের নভেম্বরে হিলারির মা ডরোথি হওয়েল রডহ্যাম মৃত্যুবরণ করেন। ফলে মায়ের সঙ্গে কোনও বিষয় নিয়ে আলোচনা করা হিলারির পক্ষে আর সম্ভব নয়।

/এমপি/বিএ/