হোয়াইট হাউসেই থাকবেন ট্রাম্প

noname

 

 

নিউ ইয়র্ক নাকি ওয়াশিংটন? হোয়াইট হাউস নাকি ট্রৃাম্প টাওয়ার? কোথায় থাকবেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প? সেই জল্পনার অবসান ঘটিয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট শেষ পর্যন্ত হোয়াইট হাউসেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো খবরটি নিশ্চিত করেছে।

রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই গুঞ্জন ছিল বিলাসী জীবনযাপন ছেড়ে তিনি হোয়াইট হাউসে আসবেন কিনা। আর তার সঙ্গে পরিবারের আর কোন সদস্যরাই বা আসবেন! তার নির্বাচিত হওয়ার পরপর বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রের বরাত দিয়ে জানায়, ট্রাম্প হোয়াইট হাউসে সার্বক্ষণিকভাবে না থেকে, তার ম্যানহাটনের অ্যাপার্টমেন্ট ও হোয়াইট হাউসে ভাগাভাগি করে থাকবেন বলে ভাবছেন। আর এ নিয়ে তার উপদেষ্টাদের সঙ্গে আলোচনাও করেছেন।
তবে রবিবার পলিটিকোর খবরে বলা হয়েছে, স্ত্রী মেলানিয়া এবং  ১০ বছর বয়সী সন্তান ব্যারনকে নিয়ে হোয়াইট হাউসেই থাকবেন ট্রাম্প।
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছিল, ট্রাম্প তার সময়কে ওয়াশিংটন এবং নিউ ইয়র্কের মধ্যে ভাগ করে নিতে পারেন। সংবাদমাধ্যমটিকে ট্রাম্পের উপদেষ্টারা জানিয়েছেন, নির্বাচনে জয়ের পর তিনি ‘অবাক’ হয়েছেন। এখন ২৪ ক্যারট সোনায় মোড়ানো বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ছেড়ে ট্রাম্প সপ্তাহে ক’দিন হোয়াইট হাউসে অবস্থান করবেন, তা নিয়ে তৈরি হয়েছে কৌতুহল। তবে কোথায় থাকবেন, রবিবার সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে নিজের সিদ্ধান্তের কথা স্পষ্ট করে জানিয়েছেন তিনি।  বলেছেন ‘হুম হোয়াইট হাউস’। 

মেলানিয়া আর ব্যারন কবে থেকে হোয়াইট হাউসের বাসিন্দা হবেন, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘যতো দ্রুত সম্ভব। তার স্কুলের বছরটা শেষ হলেই’।  নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারিতেই মেলানিয়া আর ব্যারন ট্রাম্পের সঙ্গে হোয়াইট হাউসের বাসিন্দা হচ্ছে না।  ট্রাম্পের কথায় এর কারণ খুঁজে পাওয়া যায়।

ট্রাম্পের একজন মুখপাত্র জেসন মিলার রবিবার সাংবাদিকদের বলেন, মাঝপথে ব্যারনকে স্কুল থেকে সরানোর সিদ্ধান্ত নেওয়া খুব সহজ কিছু নয়। 


ডোনাল্ড ট্রাম্প তিনটি বিয়ে করেছেন। বর্তমানে তার সঙ্গে রয়েছেন তৃতীয় স্ত্রী মেলানিয়া ট্রাম্প। ট্রাম্পের ছেলেমেয়ের সংখ্যা ৫ জন। তাদের মধ্যে তিন ছেলে হলেন, এরিক ট্রাম্প (৩২), ডোনাল্ড ডন ট্রাম্প জুনিয়র (৩৮) ও ছোট ছেলে ব্যারন উইলিয়াম ট্রাম্প (১০)। দুই মেয়ে আইভানকা ট্রাম্প (৩৫) ও টিফানি ট্রাম্প (২৩)।

ছেলেমেয়েদের মধ্যে দুই ছেলে ও এক মেয়ের বিয়ে হয়েছে। এরিক বিয়ে করেছেন লারা ইউনাস্কা ট্রাম্প (৩৪)-কে ও ডোনাল্ড জুনিয়র বিয়ে করেছেন ভ্যানেসা হেইডন ট্রাম্প (৩৮)-কে। আর মেয়ে আইভানকার স্বামী হলেন জ্যারেড কুশনার।

ট্রাম্পের নাতি-নাতনির সংখ্যা ৮ জন। এর মধ্যে দুজন তাদের সঙ্গে বাস করেন। তারা হলেন, কাই ট্রাম্প (৯) ও ডোনাল্ড ট্রাম্প তৃতীয় (৬)।

/বিএ/