ভারতের কর্ণাটকে ২৮৩ অবৈধ বাংলাদেশির বসবাস: রাজ্য সরকার

কর্ণাটকের মুখ্যমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রীভারতের কর্ণাটক রাজ্য সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেছেন তার রাজ্যের আনাচে কানাচে ২৮৩ জন অবৈধ বাংলাদেশি রয়েছে। তাদেরকে আটকের জন্য জেলা পর্যায়ে কয়েকটি টাস্কফোর্স গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ নভেম্বর) বিধানসভায় বিজেপি নেতা সুনীল কুমার ভির এক প্রশ্নের জবাবে কর্ণাটকের স্বরাষ্ট্রমন্ত্রী জি. পরমেশওয়ারা এ তথ্য জানান। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে খবরটি নিশ্চিত করা হয়েছে।

মন্ত্রী বলেন, তারা নিজেদের বৈধ প্রমাণ করে দেশে প্রবেশ করেছে। তাদের ভারতে থাকাকে অভ্যন্তরীণ নিরাপত্তা’র জন্য হুমকি উল্লেখ করে এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

পরমেশওয়ারা আরও জানান, ২৮৩ অবৈধ বাংলাদেশির মধ্যে বেশিরভাগই অর্থাৎ ১৯৭ জনই বেঙ্গালুরুতে বসবাস করেন। এছাড়া ২৫ জন বাস করেন মিসুরু শহরে, ১৬ জন মান্দিয়া শহরে, ১৪ জন বেঙ্গালুরুর আরবান ডিস্ট্রিকটে, ১৩ জন মিসুরু ডিস্ট্রিকটে, ১১ জন রমানগরে, ৩ জন কেজিএফ-এ, ২ জন শিবামোগগায় এবং দক্ষিণ কান্নাডা ও চিকমাগালুরুতে একজন করে অবৈধ বাংলাদেশি রয়েছে।

২৮৩ বাংলাদেশির মধ্যে ২৫ জন বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত এবং তাদের বিরুদ্ধে মামলাও হয়েছে বলে জানান পরমেশওয়ারা।

তবে বিধানসভার বিরোধীদলীয় সদস্যরা মন্ত্রীর উত্তরে সন্তোষ প্রকাশ করেননি। তাদের দাবি কর্ণাটক রাজ্যে বসবাসরত অবৈধ বাংলাদেশির সংখ্যা হাজারো হবে। এ ধরনের ব্যক্তিদের যেন ভোটার তালিকা এবং রেশন কার্ডে অন্তভূর্ক্ত না হন সে ব্যাপারে নিশ্চিত করার জন্য সরকারের প্রতিও আহ্বান জানান তারা।

/এফইউ/