সিরিয়ায় আসাদ বাহিনীর হামলায় তিন তুর্কি সেনা নিহত



Turkeyসিরিয়ার উত্তরাঞ্চলে দেশটির প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুগত বাহিনীর বিমান হামলায় তুরস্কের তিন সেনা নিহত হয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

তুর্কি সশস্ত্র বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আসাদ বাহিনীর বিমান হামলায় এ হতাহতের ঘটনা ঘটে। তুর্কি সেনাদের ওপর যখন এ হামলার চালানো হয় তখন তারা সিরিয়ার উত্তরাঞ্চলে আইএস জঙ্গিদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছিল।

সিরিয়ায় তুর্কি বাহিনীর ওপর আসাদ বাহিনীর বিমান হামলার ঘটনা এটাই প্রথম।

কুর্দিপন্থী বিদ্রোহী ও আইএস জঙ্গিদের দমনে ওই অভিযান শুরু করে আঙ্কারা। এ অভিযানের অংশ হিসেবে ২০১৬ সালের ৩ সেপ্টেম্বর তুরস্কের কিলিস প্রদেশ থেকে সিরিয়ায় প্রবেশ করে তুরস্কের সামরিক বহর। তুর্কি সেনারা প্রবেশের পরই সেখান থেকে পালাতে শুরু করে আইএস সদস্যরা। এরপর ৪ সেপ্টেম্বর রবিবার সীমান্ত থেকে আইএসের মূলোৎপাটনের ঘোষণা দেন তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম।

Turkey 02

তুরস্কের সীমান্ত সংলগ্ন সিরিয়ার ভূখণ্ড ইতোপূর্বে বিচ্ছিন্নভাবে আইএস এবং কুর্দি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে ছিল। কিন্তু তুরস্কের অভিযান শুরুর পর সে দৃশ্যপট পাল্টে যায়। দ্রুততম সময়ে সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ নেয় আঙ্কারা সমর্থিত ফ্রি সিরিয়ান আর্মি।

৩ সেপ্টেম্বর সিরিয়ায় প্রবেশ করা তুরস্কের সামরিক বহরে প্রায় ২০টি ট্যাংক, ৫টি সাঁজোয়া গাড়ি এবং ট্রাকসহ অন্যান্য যানবাহন ছিল। এর আগে সিরিয়ার অভ্যন্তরে এ অভিযান শুরুর ঘোষণা দেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। তিনি বলেন, আইএস ও কুর্দি বিচ্ছিন্নতাবাদীদের দমনের লক্ষ্যে এই সামরিক অভিযান পরিচালনা করা হচ্ছে।

সূত্র: ইন্ডিপেনডেন্ট, আল জাজিরা, রয়টার্স।

/এমপি/