পাকিস্তানের নতুন সেনাপ্রধান লেফট্যানেন্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া

কয়েক সপ্তাহ ধরেই আলোচনা চলছিল, কে হতে যাচ্ছেন পাকিস্তানের পরবর্তী সেনাপ্রধান। শেষ পর্যন্ত লেফট্যানেন্ট জেনারেল কামার জাভেদ বাজওয়াকে সেনাপ্রধান হিসেবে বেছে নিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ। শনিবার পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এই খবর নিশ্চিত করেছে।

লেফট্যানেন্ট জেনারেল কামার জাভেদ বাজওয়া

বালুচ রেজিমেন্টের ক্যারিয়ার ইনফ্যান্ট্রি অফিসার বাজওয়াকে চিফ অব আর্মি স্টাফ নির্বাচন করার পাশাপাশি সেনাবাহিনীর জয়েন্ট চিফ অব স্টাফ কমিটির প্রধান হিসেবে লেফট্যানেন্ট জেনারেল জুবায়ের হায়াতকে বেছে নেওয়া হয়েছে। এই দুই সামরিক কর্মকর্তাকে চার তারকা জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হবে। প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ তাদের নিয়োগ চূড়ান্ত করেছেন।

২৯ নভেম্বর (সোমবার) বর্তমান সেনাপ্রধান রাহিল শরিফের মেয়াদ শেষ হওয়ার পরদিন ওই পদে নিযুক্ত হবেন বাজওয়া। আরও যে দুই সেনা কর্মকর্তার নাম সেনাবাহিনীর শীর্ষ দুই পদের জন্য আলোচিত হচ্ছিল, তারা হলেন ভাওয়ালপুর কোর কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল জাভেদ ইকবাল রামদে ও মুলতান কোরের কমান্ডার লেফট্যানেন্ট জেনারেল ইশফাক নাদিম।

ডনে প্রকাশিত খবরে বলা হয়, কাশ্মির বিরোধ নিয়ে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে। তবে তিনি পাকিস্তানের জন্য ভারত থেকেও বড় শত্রু মনে করেন জঙ্গিবাদকে।

সূত্র: ডন।

/এসএ/