মিশিগানেও জয়ী ট্রাম্প

প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ মিশিগান অঙ্গরাজ্যেও জয় পেয়েছেন। রাজ্যটির নির্বাচন দফতরের সচিব সোমবার এই খবর নিশ্চিত করেছেন। ওই অঙ্গরাজ্যে ইলেক্টোরাল ভোট রয়েছে ১৬টি।

ডোনাল্ড ট্রাম্প

মিশিগানে ট্রাম্প জিতেছেন ১০ হাজার ৭০৪ ভোটের ব্যবধানে। হিলারি পেয়েছেন ২২ লাখ ৬৮ হাজার ৮৩৯টি পপুলার ভোট (৪৭.৩ শতাংশ), আর ট্রাম্প পেয়েছেন ২২ লাখ ৭৯ হাজার ৫৪৩টি পপুলার ভোট (৪৭.৫)।  এই জয়ের ফলে এখন ট্রাম্পের ইলেক্টোরাল ভোটের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০৬-এ। অপরদিকে, ডেমোক্রাটিক পার্টির প্রার্থী হিলারি ক্লিনটনের রয়েছে ২৩২টি ইলেক্টোরাল ভোট।

উল্লেখ্য, মিশিগানই একমাত্র অঙ্গরাজ্য, যার ফলাফল এতোদিন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তীব্র প্রতিদ্বন্দ্বিতার কারণেই এখানকার ফলাফল জানাতে কর্তৃপক্ষ সময় নিয়েছে।

তবে চূড়ান্ত ভোট গণনায় হিলারি ট্রাম্পের চেয়ে প্রায় ২০ লাখ পপুলার ভোট বেশি পেয়েছেন।

হিলারি ও ট্রাম্পের ভোটের ব্যবধান কম রয়েছে, এমন অঙ্গরাজ্যগুলোতে ইতোমধ্যে ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন গ্রিন পার্টির জিল স্টেইন। তিনি মিশিগানেও ভোট পুনর্গণনার দাবি জানিয়েছেন।

সূত্র: সিএনএন।  

/এসএ/