ভারতের নাগরোটা সেনাঘাঁটিতে জঙ্গি হামলা, নিহত অন্তত ১০

নাগরোটা আর্মি ১৬ কর্পসের সদর দফতরজম্মু-কাশ্মিরের নাগরোটার একটি সেনাঘাঁটিতে জঙ্গি হামলায় সাত ভারতীয় সেনা সদস্য নিহত হয়েছেন। সেনাবাহিনীর অভিযানে তিন হামলাকারীও নিহত হয়েছে। সবমিলে নিহতের সংখ্যা ১০ বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যমগুলো।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, মঙ্গলবার (২৯ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ভারি অস্ত্রশস্ত্র নিয়ে চার ব্যক্তি ওই সেনাঘাঁটিতে হামলা চালায়। এলোপাথাড়ি গুলি ও গ্রেনেড ছুড়তে শুরু করে তারা। ওই হামলায় দুই সেনা কর্মকর্তাসহ সাত ভারতীয় সেনা সদস্য নিহত হন। সেনাবাহিনীর পাল্টা হামলায় তিন হামলাকারীও নিহত হয়। প্রচণ্ড গোলাগুলির কারণে জিম্মি হয়ে পড়া সেনাপরিবারগুলোর সদস্যদেরকেও উদ্ধার করা হয়।
জঙ্গি হামলার পর পুরো এলাকা ঘিরে ফেলে ভারতীয় সেনা জওয়ানরা। এলাকার সমস্ত স্কুল-কলেজ বন্ধ রাখা হয়। জাতীয় সড়কে যান চলাচলের ওপরও নিষেধাজ্ঞা জারি করা হয়। নামানো হয় প্যারা কমান্ডো। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এ হামলা গত জানুয়ারিতে পাঠানকোটের বিমানঘাঁটিতে হামলা এবং সেপ্টেম্বরে উরির সেনা ক্যাম্পে হামলার ঘটনাকেই মনে করিয়ে দিচ্ছে। পাঠানকোটের হামলায় সাত সেনা সদস্য এবং উরি ঘাঁটিতে হামলায় ১৯ সেনা সদস্য নিহত হয়।
প্রসঙ্গত, নাগরোটায় রয়েছে সেনাবাহিনীর ১৬ কর্পসের সদর দফতর। এখানে ১০০০ সেনা কর্মকর্তার বাস। এখানে থেকেই সেনা জওয়ানরা ভারত-পাকিস্তান সীমান্তের ওপর নজরদারি চালায়। মূলত জম্মু এলাকায় জঙ্গিদের সঙ্গে লড়াই চালানো হয় এখান থেকে।
এর আগে সোমবার গভীর রাতে জম্মুর সাম্বা সেক্টরে চামলিয়ালে জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা রুখে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। গোলাগুলিতে এক বিএসএফ জওয়ান আহত হন।

/এফইউ/