এক নৈশভোজেই রমনির মুখে ট্রাম্প বন্দনা

প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প তার একনিষ্ঠ সমালোচক বলে পরিচিত মিট রমনির সঙ্গে নৈশভোজের আয়োজন করেন। আর এর পরই রমনির মুখে সমালোচনার পরিবর্তে শোনা গেল প্রশংসার ফুলঝুরি।

নৈশভোজে ট্রাম্প-রমনি

রমনি বলেন, নবনির্বাচিত প্রেসিডেন্ট দেশকে ‘সমৃদ্ধ ভবিষ্যতের’ দিকে এগিয়ে নিয়ে যাবেন বলে তিনি মনে করছেন। ওই নৈশভোজে আরও উপস্থিত ছিলেন রিপাবলিকান পার্টির চেয়ারম্যান রেইন্স প্রিয়েবাস।

নৈশভোজের পর রমনি সাংবাদিকদের আরও বলেন, ‘নির্বাচনে জয়ী হওয়াটা সহজ কথা নয়।’ তিনি আরও বলেন, ‘ট্রাম্প যে লক্ষ্যের কথা সামনে এনেছেন, তাতে মার্কিন জনগণ শক্তিশালীভাবে যুক্ত হয়েছেন।’  

এর আগে বিভিন্ন ইস্যুতে রমনি ট্রাম্পের তীব্র সমালোচনা করে তাকে ‘কপট’, ‘ভণ্ড’ বলেও উল্লেখ করেছেন। এমনকি নির্বাচনে জয়ের পরও তিনি ট্রাম্পের প্রশংসা করেননি। তবে ওই নৈশভোজের পর রমনির সমালোচনা ইউ-টার্ন নিয়ে পাল্টে যায় প্রশংসায়।
ওই নৈশভোজের ছবি ব্যাপকভাবে টুইটারে পোস্ট ও শেয়ার করা হয়েছে। এক ব্যবহারকারী ক্যাপশন লিখেছেন – ‘ডিল উইথ ডেভিল’।
দলের ভেতর মতপার্থক্য কমিয়ে আনতে ট্রাম্পের দুই প্রধান সমালোচক প্রিয়েবাস এবং মিট রমনির সঙ্গে ওই নৈশভোজের আয়োজন করা হয়। পরবর্তী মার্কিন প্রশাসনে প্রিয়েবাসকে হোয়াইট হাউসের সর্বোচ্চ কর্মকর্তা চিফ অব স্টাফ করার ঘোষণা আগেই দেওয়া হয়। মিট রমনিকে পররাষ্ট্রমন্ত্রী করার বিষয়েও আলোচনা হচ্ছে বলে কয়েকদিন আগে ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত মাইক পেন্স জানিয়েছিলেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/