সিএনএন-এর ভিডিওতে রাত্রিকালিন পার্টির প্রস্ততির সময়কার আগুন

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে রাত্রিকালিন এক পার্টির প্রস্তুতির সময় আগুন লাগার পর এর ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমে। এদিকে ট্যাবলয়েড সংবাদমাধ্যম মিরর এ ঘটনার ভিডিও আপলোড করেছে তাদের ওয়েবসাইটে। ভিডিওটি দেখুন:  

 


পুলিশ সূত্রে বিবিসি জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে অকল্যান্ডের এক বাড়িতে আগুন লাগে। এতে ৯ জন নিহত হয়েছেন। এছাড়াও আটকা পড়েছেন অনেকে। অকলাহ্যান্ড অগ্নিনির্পাবণ কর্তৃপক্ষের বরাত দিয়ে তারা অন্তত ১৩ জনের নিখোঁজ থাকার তথ্য দিয়েছে। তবে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে ট্যাবলয়েড পত্রিকা মিরর বলছে, নিখোজেঁর সংখ্যা অন্তত ২৫ জন। 
অগ্নিকাণ্ডের সময় ভবনে অন্তত ৫০ জন মানুষ ছিলেন বলে জানা গেছে। আগুন লাগার কারণ জানা যায়নি। 
বাড়িটিতে কনসার্ট আয়োজনের প্রস্তুতি চলছিল। সামাজিক গণমাধ্যমগুলোতে অগ্নিকাণ্ড নির্বাপণ বিভাগের দেওয়া ভিডিওতে দেখা যায়, ওই ভবনের ছাদে আগুন জ্বলছে। তিনটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে।

 /বিএ/