সলোমন দ্বীপপুঞ্জে আঘাত হেনেছে ৭.৮ মাত্রার ভূমিকম্প

সলোমন দ্বীপপুঞ্জে ভূমিকম্পের আঘাত
ভয়াবহ ভূমিকম্পের আঘাতে কেঁপে উঠেছে দক্ষিণ প্রশান্ত মহাসাগরের অন্তর্গত ছোট্ট দ্বীপ দেশ সলোমন দ্বীপপুঞ্জ। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭.৮। এ ঘটনায় সেখানে সুনামি সতর্কতা জারি করা হলেও পরে তা প্রত্যাহার করা হয়। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১১টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে।
ইউএস ভূতাত্ত্বিক জরিপ (ইউএস জিওলজিক্যাল সার্ভে) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল দেশটির কিরাকিরা শহরের ৭০ কিলোমিটার দূরে ও ভূপৃষ্ঠের ৪১ কিলোমিটার গভীরে।
ভূমিকম্পের পরে সেখানে একের পর এক প্রত্যাঘাতের সৃষ্টি হতে থাকে। এ ঘটনায় দেশটির বেশ কিছু এলাকায় বিদ্যুৎ ও ফোন সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেলেও বড় ধরনের ক্ষয়ক্ষতি ও প্রাণহানির খবর পাওয়া যায়নি।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে পাওয়া খবর অনুযায়ী, ভূমিকম্প ও  এর পরের জলোচ্ছ্বাসের প্রভাবে সলোমন দ্বীপপুঞ্জের বেশকিছু এলাকা তলিয়ে গেছে এবং মানুষ উঁচু এলাকার দিকে সরে গেছে। প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কতা কেন্দ্র জানিয়েছে, এর প্রভাবে সেখানে সাগর সন্নিহিত এলাকাগুলো আরও কয়েক ঘণ্টা পানির নিচে থাকবে। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে বলা হয়েছে, রাজধানী হোনিয়ারায় ২০ সেন্টিমিটার উচ্চতার জলোচ্ছ্বাস হতে পারে।
প্রসঙ্গত প্রশান্ত মহাসাগরের ‘রিং অব ফায়ার’ চিহ্নিত এলাকার মধ্যে পড়েছে সলোমন দ্বীপপুঞ্জ। এটি বিশ্বের সবচেয়ে জীবন্ত চ্যুতি বা ফাটলযুক্ত এলাকা হওয়ায় এখানে প্রায়ই বড় ধরনের ভূকম্পন অনুভূত হয়ে থাকে। সূত্র: বিবিসি  
/টিএন/