আফগানিস্তান সফরে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

অ্যাশটন কার্টারমার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার শুক্রবার আকস্মিকভাবে আফগানিস্তান সফর করছেন। এ সফরে তিনি আফগান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং দেশটিতে নিযুক্ত মার্কিন সেনাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে মনে করা হচ্ছে। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম সিএনএন।

মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের মুখপাত্র পিটার কুক টুইটারে দেওয়া এক পোস্টে বলেন, ‘আফগানিস্তান সফরে যাওয়া প্রতিরক্ষামন্ত্রীর আফগান নিরাপত্তা বাহিনীকে সহযোগিতা দেওয়া প্রচেষ্টার হালনাগাদ তথ্য পেতে মার্কিন সেনা এবং সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে।’

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপ্রত্যাশিতভাবে আফগানিস্তানসহ তার প্রত্যাশিত বৈদেশিক নীতির আভাস দেয়ার পর তিনি এ সফরে গেলেন।

কার্টার আফগানিস্তানে যুক্তরাষ্ট্রের বৃহত্তম সামরিক ঘাঁটি বাগরাম বিমান ঘাঁটিতে অবতরণ করেন।

উল্লেখ্য, ১৫ বছর ধরে যুদ্ধ চলার পর আফগানিস্তানে এখনো প্রায় ১০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে।
/এমপি/