সার্বভৌমত্ব ‘দর কষাকষির বস্তু’ নয়: যুক্তরাষ্ট্রকে চীনা রাষ্ট্রদূত

চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাইমার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্পকে সতর্ক করে দেশটিতে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত বলেছেন, জাতীয় সার্বভৌমত্ব অথবা ভূখণ্ডের অখণ্ডতা রক্ষার বিষয়ে তারা কখনও যুক্তরাষ্ট্রের সঙ্গে দর কষাকষি করবে না। এটি চীনের অভ্যন্তরীণ বিষয় বলেও তিনি উল্লেখ করেন।

শীর্ষস্থানীয় কয়েকটি মার্কিন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে এক আলোচনায় চীনা রাষ্ট্রদূত চুই তিয়ানকাই এসব কথা বলেন। তিনি চীন ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

চুই তিয়ানকাই ‘এক চীন নীতি’-র ভিত্তিতে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্কের বিষয়টিকে ইঙ্গিত করে বলেন, ‘আমাদের মার্কিন-চীন সম্পর্কের রাজনৈতিক ভিত্তিকে খাটো করে দেখার সুযোগ নেই। আর আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ নীতি এড়িয়ে না গিয়ে তা মেনে চলতে হবে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় সার্বভৌমত্ব এবং ভূখণ্ডের অখণ্ডতা দর কষাকষির বস্তু নয়। একদমই তা নয়। আশা করি, সকলেই তা অনুধাবন করতে সক্ষম হবেন।’

১৯৭৯ সাল থেকে এখন পর্যন্ত  ৪৪ বছরে তাইওয়ানের ব্যাপারে চীনের অবস্থানকে সম্মান জানিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ৪৪ বছরের সেই রীতি ভেঙে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই ইং ওয়েন-এর সঙ্গে ফোনে কথা বলে বিতর্কের ঝড় তুলেছিলেন ট্রাম্প। ওই টেলিফোন আলাপের পর থেকেই যুক্তরাষ্ট্র-চীন সম্পর্কে অস্বস্তি বাড়তে থাকে। এ ইস্যুতে বেইজিং প্রথম প্রতিক্রিয়ায় একে ট্রাম্পের অন্তবর্তী প্রশাসনের পররাষ্ট্রনৈতিক বোঝাপড়ার অভাব বলে উল্লেখ করে। পরে ট্রাম্পের আরও সমালোচনা হাজির করে চীন।

পরে ট্রাম্প ট্রাম্প ‘এক চীন নীতি’কে প্রশ্নবিদ্ধ করেন। এর জবাবে চীনের পক্ষ থেকে স্পষ্ট করে হুঁশিয়ারি দিয়ে জানানো হয়, ওই এক চীন নীতিই চীন-মার্কিন সম্পর্কের ভিত্তি। 

সূত্র: রয়টার্স।  

/এসএ/