এখনই মার্কিন কূটনীতিকদের বহিষ্কার করছে না রাশিয়া

ভ্লাদিমির পুতিনরুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা করেছেন, যুক্তরাষ্ট্রের কোনও কূটনীতিককে এখন রাশিয়া থেকে বহিষ্কার করা হবে না। ৩৫ জন রুশ কূটনীতিককে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের পর রাশিয়াও প্রতিশোধমূলকভাবে এমন পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হয়েছিল। কিন্তু পুতিন বলেছেন, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার নতুন প্রেসিডেন্ট হিসাবে আগামী মাসে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণের পর তিনি এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন।
পুতিন বলেছেন, আমেরিকান কূটনীতিকদের জন্য তার দেশ কোনও সমস্যা তৈরি করতে চায় না। রুশ প্রেসিডেন্টের ভাষায়, ‘আমরা কাউকে বহিষ্কার করতে চাই না।’

ক্রেমলিনের ওয়েবসাইটে দেওয়া ভ্লাদিমির পুতিনের বিবৃতিতে বলা হয়, নতুন বছরের ছুটির মওসুমে আমেরিকান কূটনীতিকরা পরিবার ও ছেলেমেয়ে নিয়ে যেসব জায়গায় ছুটি কাটাচ্ছেন; সেগুলোও তারা বন্ধ করছেন না। তিনি বরং আমেরিকান কূটনীতিকদের পরিবারগুলোকে ক্রেমলিনে বড়দিনের উৎসবে আমন্ত্রণ জানিয়েছেন।

এর আগে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, মন্ত্রণালয় প্রেসিডেন্ট পুতিনকে রাশিয়া থেকে ৩৫ জন আমেরিকান কূটনীতিককে বহিষ্কারের পরামর্শ দেওয়া হয়েছে। রাশিয়ায় আমেরিকানদের ছুটি কাটানোর কটেজ ও ওয়্যারহাউস বন্ধ করে দেওয়ারও পরামর্শ তারা দিয়েছেন। তবে শেষ পর্যন্ত এমন কিছুর সম্ভাবনা নাকচ করে দেন ভ্লাদিমির পুতিন। তিনি বরং ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ পর্যন্ত অপেক্ষা করতে চান। কারণ ডোনাল্ড ট্রাম্প তার নতুন প্রশাসনের শীর্ষ পদে যাদের মনোনীত করেছেন রাশিয়ার সঙ্গে তাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/