জামাতা কুশনারকে উপদেষ্টা বানাচ্ছেন ট্রাম্প

জ্যারেড কুশনার ইভানকা ট্রাম্প ও ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প জামাতা জ্যারেড কুশনারকে হোয়াইট হাউসে তার জ্যেষ্ঠ উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়ার ঘোষণা দিয়েছেন। অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নীতি-নির্ধারণী পর্যায়ে ট্রাম্পকে বিভিন্ন বিষয়ে উপদেশ দেবেন ৩৫ বছর বয়সী কুশনার।

ট্রাম্পের মুখপাত্র কেলিঅ্যান কোনওয়ে এই খবরটি নিশ্চিত করেছেন। তিনি উচ্ছ্বাস প্রকাশ করে বলেছেন, ‘এটি আজকের দিনের সবচেয়ে ভালো খবর।’

বেশ বিতর্কের মুখেই কুশনারকে নিয়োগ দিচ্ছেন ট্রাম্প। তার শিবিরের অনেকেই কুশনারের নিয়োগ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, আইন অনুসারে প্রেসিডেন্টের নিকট আত্মীয়ের কেউ হোয়াইট হাউসে নিয়োগ পেতে পারেন না। এই নিয়োগ ফেডারেল এথিকস আইনের সঙ্গেও সাংঘর্ষিক। কারণ ওই আইন অনুসারে, কোনও ব্যবসা থেকে লভ্যাংশ ভোগকারী ব্যক্তি হোয়াইট হাউসে নিয়োগ পাবেন না। 

ট্রাম্পের মেয়ে ইভানকার স্বামী কুশনার একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। এছাড়াও তার বিভিন্ন ব্যবসা রয়েছে। নিউ ইয়র্কে ট্রাম্প টাওয়ারের কাছেই রয়েছে তার বহুতল ভবন। মাত্র ২৫ বছর বয়সে কুশনার নিউ ইয়র্ক অবজারভার সংবাদপত্রটি কিনে নেন।

সূত্র: বিবিসি।

/এসএ/