কাবুলে জোড়া বিস্ফোরণ, নিহত অন্তত ২৩

হামলার পর ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর সদস্যরাআফগানিস্তানের রাজধানী কাবুলে মঙ্গলবার দেশটির পার্লামেন্ট ভবনের পাশে জোড়া বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এর মধ্যে একটি ছিল আত্মঘাতী হামলা; অপরটি গাড়িবোমা হামলা। দুই হামলায় নিহত হয়েছেন অন্তত ২৩ জন। আহতের সংখ্যা ২০-এরও বেশি। স্বাস্থ্য দফতরের সিনিয়র কর্মকর্তা সালিম রাসৌলি বার্তা সংস্থা রয়টার্সকে হতাহতের এ সংখ্যা নিশ্চিত করেছেন।

আফগান সংবাদমাধ্যমে অবশ্য নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে অন্তত ২৫ জন নিহতের কথা বলা হচ্ছে। নাম প্রকাশ না করার শর্তে একজন কর্মকর্তা এএফফি’কে বলেছেন, হামলায় ২১ জন নিহত এবং ৪৫ জন আহত হয়েছেন। হতাহতদের বেশিরভাগই সাধারণ মানুষ। এছাড়া পার্লামেন্টের কর্মীরাও রয়েছেন।

একজন কর্মকর্তা জানিয়েছেন, এমপি-দের লক্ষ্য করে বিস্ফোরণের ঘটনাটি ঘটানো হয়। হামলার দায় স্বীকার করেছে তালেবানরা।

নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা জানান, গাড়িবোমা হামলা ছাড়াও কাবুলের দারুল আমান এলাকায় নিজেকে উড়িয়ে দেয় এক আত্মঘাতী বোমারু।

তালেবানরা জানিয়েছে, আফগান গোয়েন্দা সংস্থার সদস্যদের বহনকারী একটি মিনিবাস লক্ষ্য করে এ হামলা চালানো হয়। তাদের দাবি, হামলায় ৭০ জন হতাহত হয়েছেন। সূত্র: আল জাজিরা।

/এমপি/