যুক্তরাষ্ট্রের গির্জায় হামলাকারীর মৃত্যুদণ্ড

ডিলান রুফযুক্তরাষ্ট্রের সাউথ ক্যারোলিনা অঙ্গরাজ্যে এক শ্বেতাঙ্গ বর্ণবাদীকে গির্জায় হামলা চালিয়ে নয়জনকে হত্যার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।

ডিলান রুফ নামের ওই হামলাকারীকে গত মাসে ঘৃণাজনিত অপরাধসহ ৩৩টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন বিচারকরা। নিজেদের মধ্যে তিনি ঘণ্টা আলোচনার পর বিচারকরা তাকে মৃত্যুদণ্ডের শাস্তি প্রদান করেন।

২০১৫ সালে ডিলান রুফ সাউথ ক্যারোলিনার এক গির্জায় ঢুকে একটি বাইবেল পড়ুয়া গ্রুপের সদস্যদের গুলি করেন। এতে নয় কৃষ্ণাঙ্গ নিহত হন।

বিচারকরা জানান, এখনও ওই হামলাকারীর ঘৃণা একই রকম কার্যকর। তিনি বিচারকদের বলেছেন, ‘আমার মনে হয়েছে, এটা আমার করতেই হবে। আর এখনও আমার এমনটাই মনে হয়, এটা আমার করতেই হতো।’

মঙ্গলবার মৃত্যুদণ্ডের শাস্তি প্রদানের পর ২২ বছর বয়সী ওই হত্যাকারী বলেছেন, ‘আমি জানি না, এই রায়ের মধ্য দিয়ে বিচারকরা কি ভালো কাজটা করছেন।’ আদালতে রায় প্রকাশের পরপরই রুফ তার আইনজীবী পরিবর্তনের করা জানিয়েছেন।

রুফ পুলিশকে বলেছেন, তিনি এক বর্ণবাদী যুদ্ধ শুরু করতে চেয়েছিলেন। এক ছবিতে ঘৃণার বহির্প্রকাশ হিসেবে তাকে যুদ্ধের পতাকা হাতেও দেখা যায়।

এই হত্যাকাণ্ড পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল। তা বর্ণবাদের প্রশ্নটিকে আবারও সামনে তুলে ধরেছে।

সূত্র: বিবিসি।

/এসএ/