কার্দিশিয়ানের প্যারিসের বাসায় ডাকাতির ঘটনায় চারজন অভিযুক্ত

কিম কার্দিশিয়ানের প্যারিসের বাসায় ডাকাতি

মার্কিন টিভি রিয়্যালিটি শোর জনপ্রিয় তারকা কিম কার্দিশিয়ানের প্যারিসের বাসায় ডাকাতির ঘটনায় চার সন্দেহভাজনকে অভিযুক্ত করেছে প্যারিসের একটি আদালত। বৃহস্পতিবার আদালত তাদের অভিযুক্ত করে রায় দেন। চার জনের মধ্যে একজন সরাসরি এ ডাকাতির ঘটনায় জড়িত বলে আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অভিযুক্তদের মধ্যে, ইউনিক এ (৬৩) নামের এক ব্যক্তি গত ৩ অক্টোবর বন্দুকের মুখে কার্দিশিয়ানের বাসার সবাইকে জিম্মি করে ডাকাতি করে। আদালত তাকে অভিযুক্ত করেছেন।

অন্য তিন জনকে ডাকাতি কাজে সহযোগিতা করার জন্য অভিযুক্ত করেন আদালত। তারা হলেন- মারচিউ বি (৬৪), ফ্লোরাচ এইচ (৪৪) এবং গ্রে এম (২৭)। ডাকাত দল নয় মিলিয়ন ইউরো মূল্যের সম্পদ ডাকাতি করে নিয়ে যায়। যার বেশির ভাগই স্বর্ণালঙ্কার।

কিম কার্দিমিয়ান

এদের মধ্যে মারচিউ বি ডাকাতি করে নেওয়া স্বর্ণালাঙ্কারের বড় একটি অংশ লুকিয়ে রাখতে সাহায্য করেছিল। এছাড়া তার বিরুদ্ধে ১৯৯৮ সাল থেকে অনেক অপরাধমূলক কর্মকাণ্ডের রেকর্ড রয়েছে। এর মধ্যে ডাকাতি ও সঙ্গে অবৈধ মুদ্রা রাখার অভিযোগ অন্যতম। ২০১১ সালে ছয় মাস জেল খাটার পর সে জাল মুদ্রা তৈরির অভিযোগে অভিযুক্ত হয়। কিন্তু গত বছর সে জেল থেকে ছাড়া পায়।

এছাড়া ফ্লোরাচ এইচ এবং গ্রে এম কার্দিশিয়ানের গতিবিধি পর্যবেক্ষণ করে ডাকাত দলকে তথ্য দেওয়ার অপরাধে অভিযুক্ত হয়েছে।

এছাড়াও এ ঘটনায় সরাসরি জড়িত থাকার সন্দেহে আরও ছয় ব্যক্তিকে আটক রাখা হয়েছে। যাদের মধ্যে চার জন পুরুষ। তাদের বয়স ৫৪ থেকে ৭২ বছরের মধ্যে।

সূত্র: ইয়াহু নিউজ

/এসএনএইচ/টিএন/