সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকি, সন্দেহভাজন গ্রেফতার

সৌরভ গাঙ্গুলীভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলীকে হত্যার হুমকির ঘটনায় সন্দেহভাজন এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম নির্মাল্য সামন্ত। শুক্রবার মেদিনীপুর শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।

১৯ জানুয়ারি আন্তঃবিশ্ববিদ্যালয়ের ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল উপলক্ষে মেদিনীপুর যাওয়ার কথা ছিল সৌরভ গাঙ্গুলীর। এর আগে গত ৫ জানুয়ারি কুরিয়ারযোগে সৌরভ গাঙ্গুলীর বাড়িতে একটি চিঠি আসে। সৌরভের মা নিরূপা গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে ওই চিঠি পাঠানো হয়। এতে বলা হয়, ‘মেদিনীপুরে এলে আপনি জীবন নিয়ে ফিরতে পারবেন না।’ এরপরই পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন ভারতীয় ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক।

এরইমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে মেদিনীপুর পুলিশ। অভিযোগের চার দিনের মাথায় শুক্রবার গ্রেফতার করা হয় সন্দেহভাজন নির্মাল্য সামন্ত-কে। পুলিশের ধারণা, গাঙ্গুলীকে পাঠানো সেই চিঠি এই যুবকেরই লেখা।

সৌরভ গাঙ্গুলীকে কেন এমন হুমকি চিঠি পাঠালেন নির্মাল্য? এর পিছনে আরও কোনও বৃহৎ চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্র: জি নিউজ।

/এমপি/