যুক্তরাষ্ট্রে অপহরণ করা শিশু ১৮ বছর পর উদ্ধার

কামিয়াহ মোবলির স্কেচযুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্য থেকে অপহরণ করা এক শিশুকে ১৮ বছর পর সাউথ ক্যারোলিনা থেকে উদ্ধার করা হয়েছে। ফ্লোরিডার পুলিশ ও এফবিআই কর্তৃপক্ষ খবরটি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ১৯৯৮ সালে জন্মের পরপরই ফ্লোরিডার জ্যাকসনভিলে হাসপাতাল থেকে কামিয়াহ মোবলি নামে ওই শিশুকে অপহরণ করা হয়। ১৮ বছর পর তাকে সাউথ ক্যারোলিনা থেকে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়।

ডিএনএ টেস্টের মাধ্যমে মোবলির আসল পরিচয় শনাক্ত করা হয়েছে। এই তরুণী এখন এক ভিন্ন পরিচয়ে বসবাস করছেন। তবে কর্তৃপক্ষ তার পরিচয় প্রকাশ করেনি।

অপহরণের আগে নবজাতকের কোনও ছবি না থাকায় পুলিশ তার স্কেচ বানিয়ে তদন্ত করছিল। সম্প্রতি এক তথ্যদাতা মোবলিকে শনাক্ত করে ন্যাশনাল সেন্টার ফর মিসিং অ্যান্ড এক্সপ্লয়টেড চিলড্রেন-কে তার বর্তমান অবস্থান সম্পর্কে জানান। ওই তথ্যের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে মোবলিকে উদ্ধার করে আইনশৃঙ্খলা বাহিনী।

মোবলির সঙ্গে এতোদিন ধরে বসবাস করা ৫১ বছর বয়সী গ্লোরিয়া উইলিয়ামসকে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অপহরণ মামলা দায়ের করা হয়েছে। তবে অপহরণের কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।

মোবলি অপহরণের পর তার পরিবার হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করে। ওই মামলা ১৫ লাখ ডলারে দফারফা করা হয়।

সূত্র: ফক্স নিউজ।

/এসএ/