‘রুশ সম্পর্ক’ নিয়ে ট্রাম্প শিবিরকে জিজ্ঞাসাবাদ করবে সিনেট কমিটি

ডোনাল্ড ট্রাম্পমার্কিন গোয়েন্দা প্রতিবেদনে প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপের কথা সামনে আসার পর, এবার ‘রুশ সম্পর্ক’ নিয়ে সিনেট তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদ করবে ট্রাম্প শিবিরকে।

রুশ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ, তারা মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পকে জয়ী করতে হিলারি শিবিরের ইমেইল হ্যাক করে উইকিলিকসকে দিয়েছিল ফাঁস করার জন্য।    

শুক্রবার সিনেট কমিটির চেয়ারম্যান রিচার্ড বুর জানিয়েছেন, রুশ হ্যাকিং সম্পর্কে ট্রাম্প প্রশাসনের পদস্থ ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

ডেমোক্র্যাট পার্টির সিনেটর মার্ক ওয়ার্নারের সঙ্গে দেওয়া এক যৌথ বিবৃতিতে রিপাবলিকান রিচার্ড বুর বলেন, জিজ্ঞাসাবাদ দ্রুততর করার জন্য প্রয়োজনে ‘সমন জারি করা’ হতে পারে। ট্রাম্প শিবিরের সঙ্গে ওবামা প্রশাসনের কয়েকজন কর্মকর্তাকেও জিজ্ঞাসাবাদ করা হতে পারে।  

বিবৃতিতে আরও বলা হয়, ‘গোয়েন্দা প্রতিবেদনে মার্কিন নির্বাচনে রুশ গোয়েন্দাদের হস্তক্ষেপের বিষয়াদি সামনে আসার পর পুরো বিষয়টি বোঝার ক্ষেত্রে খুবই জটিল হয়ে উঠেছে। আর এজন্যই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’  

মার্কিন সিনেটরদের হতাশ করে এফবিআই পরিচালক জেমস কোমি শুক্রবার ট্রাম্প শিবিরের সঙ্গে রুশ সম্পর্ক নিয়ে তদন্ত চলছে কিনা, তা জানাতে রাজি হননি। এর কয়েক ঘণ্টা পরই সিনেট তদন্ত কমিটি জিজ্ঞাসাবাদের ঘোষণা দেয়।  

এদিকে, এক ভিন্ন বিবৃতিতে মার্ক ওয়ার্নার এই জিজ্ঞাসাবাদ সম্পর্কে বলেন, ‘এই বিষয়টি আমাদের গণতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিকে প্রভাবিত করে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ।’

এর আগে রুশ হ্যাকিংয়ের ঘটনার তদন্তে দ্বি-পক্ষীয় কমিটি গঠনের প্রস্তাব কংগ্রেসের সমর্থন না পাওয়ায় আটকে যায়।  

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/