মেয়েকে টুইট করতে গিয়ে ‘অন্য ইভানকা’কে ট্যাগ করলেন ট্রাম্প

ইভানকা ম্যাজিক ও ডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তায় তার মেয়ে ইভানকাকে ট্যাগ করতে গিয়ে যুক্তরাজ্যের এক ‘অন্য ইভানকা’কে ট্যাগ করে ফেলেন। আবার ওই টুইটের জবাবও দিয়েছেন যুক্তরাজ্যের সেই ইভানকা। তিনি ট্রাম্পকে ‘টুইটার ব্যবহারে সতর্ক হওয়া’ এবং ‘জলবায়ু পরিবর্তন নিয়ে পড়াশোনা করা’রও উপদেশ দিয়েছেন।

যুক্তরাজ্যের ব্রাইটনে বসবাস করা ইভানকা ম্যাজিক পেশায় একজন ডিজিটাল কনসালট্যান্ট। তিনি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি-কে জানান, ভোর ৬টায় তিনি এবং তার স্বামী সংবাদমাধ্যমের ফোন পেয়ে ঘুম থেকে উঠেন। সাংবাদিকদের কাছ থেকেই এই দম্পতি জানতে পারেন ট্রাম্পের টুইটের ব্যাপারে।

লেবার পার্টির সাবেক কর্মী ম্যাজিক বলেন, ‘আমার স্বামীকে পাঠানো সংবাদমাধ্যমের মেসেজ থেকে আমি এই ঘটনাটি জানতে পারি। পরে যখন আমার ফোনের দিকে তাকালাম, তখন সেখানে প্রচুর নোটিফিকেশন দেখলাম। যা স্বাভাবিক ছিল না।’   

ট্রাম্প ভুলক্রমে ওই টুইটে নিজের মেয়ের ইউজার নেইম ভুল লিখেছিলেন। ম্যাজিকের ইউজারনেইম ‘ইভানকা’, যেখানে ট্রাম্পের মেয়ের ইউজারনেইম ‘ইভানকা ট্রাম্প’।  

ইভানকা ম্যাজিক অবশ্য ট্রাম্পকে পরামর্শ দেওয়ার সুযোগটুকুও হাতছাড়া করেননি। তিনি এক টুইট বার্তায় ট্রাম্পকে ট্যাগ করে বলেন, ‘আপনার ওপর অনেক দায়িত্ব রয়েছে। আমার পক্ষ থেকে আপনার জন্য টুইটার ব্যবহারে আরও সতর্ক হওয়া এবং কিছুই সময় বের করে জলবায়ু পরিবর্তন নিয়ে পড়াশোনা করার পরামর্শ থাকলো।’  

ম্যাজিক বলেন, ‘আমি ২০০৭ সাল থেকে টুইটারে আছি। তবে যখন আমি আমার এই ইউজারনেইম রাখি তখন কিন্তু ভাবিনি যে, ইভানকা ট্রাম্পের বাবা কখনও প্রেসিডেন্ট হবেন।’  

সূত্র: বিবিসি। 

/এসএ/