চার দশকে সবচেয়ে কম জনপ্রিয় প্রেসিডেন্ট ট্রাম্প: জরিপ

ডোনাল্ড ট্রাম্পশপথ গ্রহণ করতে যাওয়া মার্কিন প্রেসিডেন্টদের মধ্যে গত চার দশকে ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা সবচেয়ে কম। এমন তথ্যই উঠে এসেছে মার্কিন সংবাদমাধ্যম এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্টের পক্ষ থেকে চালানো এক জনমত জরিপে।

জনমত জরিপে অংশ নেওয়াদের মাত্র ৪৪ শতাংশ প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের সাজানো প্রশাসনকে পছন্দ করেছে। অপরদিকে, ট্রাম্প প্রশাসনকে অপছন্দ করছে ৫২ শতাংশ। যেখানে জনমত জরিপে বারাক ওবামার ক্ষেত্রে এই জনপ্রিয়তার হার ছিল ৬১ শতাংশ।  

এবিসি নিউজ ও ওয়াশিংটন পোস্ট গত ১২ থেকে ১৫ জানুয়ারি ওই জনমত জরিপ চালায়।

নিজ পার্টির সদস্যদের মধ্যে জরিপে অংশগ্রহণকারীদের ৭৭ শতাংশ ট্রাম্প প্রশাসনকে সমর্থন দিচ্ছে। যেখানে ওবামার ক্ষেত্রে এই হার ছিল ৯৪ শতাংশ।

জরিপে দেখা যায়, নির্দলীয়দের মধ্যে মাত্র ৪২ শতাংশের সমর্থন রয়েছে ট্রাম্পের সঙ্গে। যেখানে ২০০৯ সালে ওবামার প্রতি সমর্থন ছিল ৮০ শতাংশের।

তবে অর্থনৈতিক অগ্রগতির ক্ষেত্রে ৬১ শতাংশের সমর্থন পাচ্ছেন ট্রাম্প। যদিও বর্ণবৈষম্য ও নারী বিদ্বেষের প্রতি পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যথাক্রমে মাত্র ৪০ ও ৩৭ শতাংশ অংশগ্রহণকারী ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।

সূত্র: ওয়াশিংটন পোস্ট। 

/এসএ/