যুক্তরাষ্ট্রে ১১ হাজার লোক ভাড়া করবে পিৎজা হাট

ড্রোনের সাহায্যে পিৎজা হাটের পিৎজা ডেলিভারি

বছরের সবচেয়ে বড় পিৎজা দিবস ‘সুপার বোল সানডে’তে সেবা দিতে যুক্তরাষ্ট্রে ১১ হাজার লোক ভাড়া করবে পিৎজা হাট। আন্তর্জাতিক গণমাধ্যম সিএনএন মানির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রে কোম্পানিটি পিৎজা প্রস্তুতকারক, সরবরাহকারী ড্রাইভার, ম্যানেজার, সরবরাহকারী পদে লোক খুঁজছে।

পিৎজা হাটের মূল কোম্পানি ইয়াম! ব্রান্ডের মুখপাত্র ডউগ তারফার জানিয়েছেন, ‘পদগুলোতে স্থায়ীভাবেই নিয়োগ দেওয়া হবে। বছরের ব্যস্ততম দিনটি ঘনিয়ে আসায় আমাদের লোকের প্রয়োজন। যদিও ওই দিনের জন্য আমাদের আগামী ৫ ফেব্রুয়ারি পর্যন্ত অপেক্ষা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্বব্যাপী ৯৭টি দেশে পিৎজা হাটের ১৫ হাজার ৬শ’ রেস্টুরেন্টে তিন লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। যার মধ্যে শুধু যুক্তরাষ্ট্রে হয়েছে এক লাখ ২০ হাজার জনের। আমরা ব্যবসা আরও সম্প্রসারণের কথা ভাবছি।’

পিৎজা হাট ছাড়াও মূল কোম্পানিটি কেএফসি ও ট্যাকো বেলের মালিক।

/এসএনএইচ/টিএন/