এক মেসেজেই অকার্যকর হয়ে পড়তে পারে আইফোন-আইপ্যাড (ভিডিও)

আইফোনআপনার কী আইফোন বা আইপ্যাড আছে? জেনে রাখুন, মাত্র একটি টেক্সট মেসেজে কোনও পূর্ব সতর্কবার্তা ছাড়াই তা হয়ে পড়তে পারে অকার্যকর।

ওই বিশেষ মেসেজে রংধনু পতাকা ও তিনটি প্রতীক থাকে। তবে ওই মেসেজটি লেখাও সহজ কিছু নয়। জটিল প্রক্রিয়ায় বিভিন্ন অক্ষর ও প্রতীক ব্যবহার করা হয়েছে তাতে।

কোনও আইফোন বা আইপ্যাডে ওই মেসেজ পাঠানোর সঙ্গে সঙ্গেই ডিভাইসটি অকার্যকর হয়ে পড়ে। এমনকি মেসেজটি না খোলা হলেও আইফোনটি হয়ে পড়বে অকার্যকর।

ইউটিউবে এক ব্যবহারকারী এ বিষয়ে বিস্তারিত বর্ণনা দিয়েছেন। এমনকি তা কিভাবে কাজ করে, তাও তিনি দেখিয়েছেন। তিনি জানান, যেসব আইফোন বা আইপ্যাড আইওএস ৮ বা তার উপরের কোনও অপারেটিং সিস্টেম ব্যবহার করছে, সেগুলোই ওই মেসেজে আক্রান্ত হচ্ছে। কারণ এর নিচের অপারেটিং সিস্টেমগুলো স্বয়ংক্রিয়ভাবে বার্তা বিশ্লেষণ করতে পারে না।

মেসেজ আক্রমণের পর আইফোনটির মেসেজ অপশনে গেলে দেখা যায়, আইওএস ওই মেসেজের বিপরীতে একটি রংধনু পতাকা তৈরি করে এবং তিনটি প্রতীককে একসঙ্গে একটি ইমোজি তৈরি করে দেখায়। আর এই প্রক্রিয়ায় আইফোনটি বেশ কিছু সময় ধরে হ্যাং করে, বা অকার্যকর হয়ে পড়ে। 

ভিডিওতে দেখা যায়, কিভাবে ওই বিশেষ মেসেজ পাঠিয়ে সাময়িক সময়ের জন্য অকার্যকর করে ফেলা যায় আইফোনটিকে। তিনি আরও দেখিয়েছেন, কিভাবে আক্রান্ত আইফোন থেকে তা অন্য আইফোনেও পাঠানো সম্ভব।

এ সমস্যার খোঁজ পেয়ে তার সমাধানও দিয়েছেন ফরাসি আইওএস ডেভেলপার ভিনসেন্ট ডেসমুর্স। তবে তিনি তার ব্লগে জানিয়েছেন, আইওএস-এর হালনাগাদ সংস্করণ ১০.২ অপারেটিং সিস্টেমে চলা আইফোন ব্যবহারকারীরা এখনও পর্যন্ত ওই মেসেজ আক্রমণ থেকে মুক্ত থাকবেন।

ভিনসেন্ট জানান, ওই মেসেজ আক্রমণের পর কেউ কোনও অ্যাপ বন্ধ করে, পুনরায় ওপেন করতে চাইলে পূর্বের সব ডাটাও সঙ্গে সঙ্গে লোড হয়, ফলে তা আবারও সাময়িক সময়ের জন্য অকার্যকর হয়ে পড়ে।

ভিডিও:

সূত্র: হিন্দুস্তান টাইমস। 

/এসএ/