ভারতে ভবন ধসে নিহত ৭

kanpur-building-collapse 03ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় বুধবার রাতে নির্মাণ কাজ চলার সময় ছয়তলা ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধাকর্মীরা। হতাহতদের উদ্ধারে রাতভর গ্যাস কাটার, বিশেষ ক্যামেরা ও ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনাসদস্যরাও। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এদিকে ভবনটি ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের অধিকাংশই ছত্তিশগড় থেকে আসা নির্মাণশ্রমিক ও তাদের পরিবারের সদস্য।

এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ভবনটির মালিক মেহতাব আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি স্থানীয় সমাজবাদী পার্টির নেতা বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পলাতক রয়েছেন।

যথাযথ অনুমতি না নিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিলো বলে অভিযোগ করেছে কানপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, বেশ কয়েকবার ওই ভবনের নির্মাণ কাজ বন্ধের নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু সেটা মানা হয়নি।

/এমপি/