রোগীর নাক দিয়ে বেরিয়ে এলো জ্যান্ত তেলাপোকা

তেলাপোকা বের করে আনার পর ডাক্তারদের সঙ্গে সেলভি৪২ বছর বয়সী সেলভি কল্পনাই করতে পারেনি তার নাকের ভেতর দিয়ে শরীরে ঢুকে পড়েছে এক তেলাপোকা। ঘুম থেকে উঠে তার অস্বস্তি লাগছিল। ডান দিকের নাকের ছিদ্রে প্রচণ্ড চুলকাচ্ছিল। ভারতের চেন্নাই-এর ইনজামবাক্কামের বাসিন্দা সেলভি ছুটে গেলেন ডাক্তারের কাছে। কেউই কিছু করতে পারছিলেন না। কয়েকটি হাসপাতাল ঘুরে শেষ পর্যন্ত হাজির হলেন চেন্নাইয়ের স্ট্যানলি হাসপাতালের ইএনটি (নাক-কান-গলা) বিভাগে।

স্ট্যানলি হাসপাতালের ডাক্তাররা নানা পরীক্ষা করে নিশ্চিত হলেন তার নাকের ভেতরে কিছু একটা আছে। ডাক্তাররা বিশেষ কৌশলে তার নাকের ভেতর থেকে বের করে আনলেন একটি জীবন্ত তেলাপোকা, যেটি সেখানে ঘাপটি মেরে বসেছিল প্রায় ১২ ঘণ্টা।

ডাক্তাররা বলছেন, কারও নাক দিয়ে তেলাপোকা ঢুকে পড়া এবং সেটিকে আবার ১২ ঘণ্টা পর জীবন্ত বের করে আনা- এটি এক বিরল ঘটনা।

সেলভির নাকের ভেতর থেকে বের করে আনা তেলাপোকা

ভারতের টাইমস অব ইন্ডিয়া পত্রিকাকে সেলভি জানিয়েছেন, নাক দিয়ে শ্বাস নিতে কষ্ট হওয়ায় তিনি প্রথম ভেবেছিলেন তার ঠাণ্ডা লেগেছে। কিন্তু যখন নাকের ভেতর জিনিসটি নড়তে শুরু করলো, তখন বুঝলেন এটা ঠিক ঠাণ্ডা বা ফ্লু নয়।

সেলভি প্রথম যে হাসপাতালে গিয়েছিলেন, সেখানকার ডাক্তাররা পানি দিয়ে পাম্প করে জিনিসটি বের করার চেষ্টা করে ব্যর্থ হয়। তবে স্ট্যানলি হাসপাতালের ডাক্তাররা শেষ পর্যন্ত সফলভাবেই তেলাপোকাটি বের করে আনতে সক্ষম হন।

হাসপাতালের ডাক্তার অধ্যাপক এস মুথুচিত্রা জানান, অতীতে তারা রোগীদের নাকের ভেতর থেকে বোতাম, জোঁক, চক থেকে শুরু করে নানা ধরণের জিনিস বের করেছেন। কিন্তু জীবন্ত তেলাপোকা বের করে আনার ঘটনা এটাই প্রথম। সূত্র: বিবিসি বাংলা।

/এমপি/