বিচারের মুখে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি

নিকোলাস সারকোজিআর্থিক কেলেঙ্কারির ঘটনায় বিচারের মুখোমুখি হচ্ছেন ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি। তার বিরুদ্ধে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনের সময় খরচ করা অর্থের পরিমাণ গোপনের অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, নির্বাচনি প্রচারণায় ব্যয় হওয়া দুই কোটি ডলার গোপন করার জন্য ভুয়া ব্যাংক হিসাব ব্যবহার করেছে নিকোলাস সারকোজি-র দল।

ফ্রান্সের রক্ষণশীল দল ইউনিয়ন ফর পপুলার মুভমেন্টের (ইউএমপি)-এর হয়ে ওই নির্বাচনে অংশ নিয়েছিলেন সারকোজি। নির্বাচনি প্রচারণার খরচ গোপন করতে বিগম্যালিয়ন নামে একটি গণসংযোগ কোম্পানির সহযোগিতা নিয়েছিল দলটি। ফলে সারকোজির বিরুদ্ধে পরিচালিত এই মামলাটি ‘বিগম্যালিয়ন স্ক্যান্ডাল’ নামে পরিচিত।

এ মামলার অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন সাবেক এ ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন, নির্বাচনে অতিরিক্ত ব্যয় সম্পর্কে তিনি সচেতন। এ মামলার বিরুদ্ধে তিনি উচ্চ আদালতে আপিল করবেন।

২০১২ সালের ওই নির্বাচনে সারকোজি-কে হারিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হন ফ্রাঁসোয়া ওঁলাদ। তবে এই মামলার কারণে ২০১৭ সালের প্রেসিডেন্ট নির্বাচনেও অংশ নিতে পারছেন না সারকোজি। সূত্র: বিবিসি।

/এমপি/