মেয়ের পক্ষে টুইট করে তোপের মুখে ট্রাম্প

ইভানকা-নর্ডস্ট্রমমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মেয়ের ব্যবসার পক্ষে সরকারি টুইটার অ্যাকাউন্ট ব্যবহার করে তীব্র সমালোচনার মুখে পড়েছেন। ট্রাম্প তার টুইট বার্তায় মার্কিন বিক্রেতা প্রতিষ্ঠান নর্ডস্ট্রমের সমালোচনা করেছিলেন।

গত বৃহস্পতিবার নর্ডস্ট্রম কর্তৃপক্ষ জানিয়েছে, তারা এই মৌসুমে ইভানকা ট্রাম্পের কাপড় ও জুতো বিক্রি করবে না। প্রতিষ্ঠানটি আরও জানায়, ট্রাম্প ব্র্যান্ডের বিক্রয় উল্লেখযোগ্য হারে কমে আসায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

গত এক সপ্তাহ ধরে কয়েকটি সংগঠনের পক্ষ থেকে ট্রাম্প ব্র্যান্ডের পণ্য বর্জনের ডাক দেওয়া হয়।

নর্ডস্ট্রমের ওই ঘোষণার সমালোচনা করে ট্রাম্প তার সরকারি টুইটার অ্যাকাউন্ট থেকে লিখেন, ‘ইভানকার সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে।’

হোয়াইট হাউসের টুইটার একাউন্ট থেকে ব্যক্তিগত ব্যবসা সংক্রান্ত বিষয়ে মন্তব্য করার তীব্র সমালোচনা করছেন অনেকেই। এদেরই একজন পেনসেলভেনিয়ার ডেমোক্র্যাট সিনেটর বব কেসি। এমন কাজকে ‘অনুপযুক্ত’ বলে অভিহিত করেন তিনি।

কেসির এক মুখপাত্র ট্রাম্পের সমালোচনা করে বলেন, একজন প্রেসিডেন্ট যখন নিজের পরিবারকে সমৃদ্ধ করতে একটি প্রাইভেট কোম্পানির বিরুদ্ধে কথা বলেন তখন এটি খুবই অনৈতিক বলে মনে হয়।

আর আগে হোয়াইট হাউজের নৈতিকতা বিষয়ক সাবেক কর্মকর্তা নর্ম এইজেন একে ‘ভয়াবহ’ বলে উল্লেখ করেন। তিনি নর্ডস্ট্রমকে ট্রাম্পের এমন কাজের বিরুদ্ধে আদালতের শরণাপন্ন হওয়ারও পরামর্শ দেন।

তবে হোয়াইট হাউজের পক্ষ থেকে প্রেসিডেন্ট ট্রাম্পের এমন কাজের সাফাই দেওয়া হয়েছে। মুখপাত্র শন স্পাইসার সমালোচনাকারীদের নৈতিকতা নিয়েই প্রশ্ন তুলে বলেছেন, ‘এটি সন্তানের হয়ে একজন বাবার পক্ষ অবলম্বন করা – এখানে অন্য কিছু যারা খুঁজছেন, তারাই বরং বিপথে রয়েছেন।’

সূত্র: বিবিসি।

/এসএ/