ভ্রমণ নিষেধাজ্ঞার বিপক্ষের রায়ে ট্রাম্প প্রশাসনের ক্ষোভ, বিজয়ের আশাবাদ

আদালতের রুলরায় ভ্রমণ নিষেধাজ্ঞার বিপক্ষে যাওয়ায় আপিল আদালতের বিরুদ্ধে ক্ষোভ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আদালতের এ সংক্রান্ত রুলকে রাজনৈতিক সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি। আপিল খারিজ হওয়ায় হোয়াইট হাউস-এর তরফ থেকেও নেতিবাচক প্রতিক্রিয়া জানানো হয়েছে।

রায়ের ব্যাপারে ক্ষোভ জানিয়ে সাংবাদিকদের ট্রাম্প বলেন শেষ পর্যন্ত তার প্রশাসনই মামলায় জয় পাবে। আদালতের রুলকে রাজনৈতিক উল্লেখ করেও ক্ষোভ জানান তিনি।

মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টা কেলিয়েন কনওয়েলও শেষ পর্যন্ত তাদেরই বিজয় হবে বলে আশা প্রকাশ করেছেন।

বর্ণবাদে অভিযুক্ত সংবাদমাধ্যম ব্রেইটবার্টকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জন স্পিসার জানান, মামলার ‘মেরিট’-এর ওপর ভিত্তি করে পূর্ণাঙ্গ শুনানির অপেক্ষায় রয়েছেন তারা।

উল্লেখ্য, ব্রেইটবার্ট নামের ওই বর্ণবাদী ও মুসলিম বিদ্বেষী মিডিয়ায় ট্রাম্প প্রশাসনের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি স্টিভ ব্যাননের অংশীদারত্ব ছিল। তবে উপদেষ্টা হওয়ার পর ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’র কারণে তিনি আনুষ্ঠানিকভাবে সরে আসেন।

আদালতের স্থগিতাদেশে থমকে গিয়েছিল ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা। তা পুনর্বহালের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পক্ষে আপিল আবেদন করা হয়। সেই আবেদন খারিজ হয়ে গেছে। সাত মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর ট্রাম্পের নিষেধাজ্ঞায় নিম্ন আদালতের দেওয়া স্থগিতাদেশটি আপিল কোর্টও বহাল রেখেছে।

নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর সঙ্গে সন্ত্রাসবাদের সংশ্লিষ্টতা থাকার ব্যাপারে সরকার প্রমাণ উপস্থাপন করতে পারেনি উল্লেখ করে এ রায় দেওয়া হয়। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রে সাত মুসলিম প্রধান দেশের নাগরিক ও শরণার্থীদের প্রবেশে বাধা থাকছে না।

/এফইউ/বিএ/