ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টার শীর্ষ সহযোগীকে নিরাপত্তা ছাড়পত্র দিলো না সিআইএ

মাইকেল ফ্লিনমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিরাপত্তা উপদেষ্টা মাইকেল ফ্লিন। তার শীর্ষস্থানীয় একজন সহযোগীকে নিরাপত্তা ছাড়পত্র দিতে অস্বীকৃতি জানিয়েছে কেন্দ্রীয় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এর মধ্য দিয়ে কার্যত ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল (এনএসসি)-এর ওপর প্রভাব ক্ষয়িষ্ণু হয়ে পড়লো। গোয়েন্দা সংস্থাগুলোর সঙ্গে উত্তেজনা বাড়লো ট্রাম্প প্রশাসনের অন্যতম গুরুত্বপূর্ণ এই উপদেষ্টার।

ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলে মাইকেল ফ্লিনের সবচেয়ে ঘনিষ্ঠ সহযোগী রবিন টাউনলে। সংস্থাটির আফ্রিকা অঞ্চলের জ্যেষ্ঠ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

সম্প্রতি এনএসসি-র কাজের জন্য ‘অভিজাত নিরাপত্তা ছাড়পত্র’ চেয়েছিলেন রবিন টাউনলে। কারণ হিসেবে উল্লেখ করেছেন সংবেদনশীলতার প্রসঙ্গ। তবে শুক্রবার তাকে জানিয়ে দেওয়া হয় যে, সিআইএ তার অনুরোধ প্রত্যাখ্যান করেছে। এ সংক্রান্ত পুরো ঘটনা সম্পর্কে অবগত দুইজন ব্যক্তি বিষয়টি নিশ্চিত করেছেন।

একটি সূত্র জানিয়েছে, রবিন টাউনলে-র ব্যাপারে এ সিদ্ধান্ত গ্রহণের অনুমোদন দিয়েছেন সিআইএ-র পরিচালক মাইক পম্পে।

/এমপি/বিএ/