টনি ব্লেয়ারের বিরুদ্ধে ‘গণতন্ত্র অবমাননা’র অভিযোগ

টনি ব্লেয়ারযুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের বিরুদ্ধে ‘গণতন্ত্র অবমাননা’র অভিযোগ তুলেছে লেবার পার্টি। ইউরোপিয়ান ইউনিয়ন থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার বিষয়ে বক্তব্য দেওয়ার পর দলটি টনি ব্লেয়ারের বিরুদ্ধে এ অভিযোগ করলো। দেশটির গণমাধ্যম আইটিভির অনলাইনে প্রকাশিক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে টনি ব্লেয়ার বেক্সিটের জন্য দেশটিতে শক্তিশালী বিরোধী দল না থাকাকে দায়ী করেন। এ  বক্তব্যের পর লেবার পার্টির পক্ষ থেকে তার বিরুদ্ধে এ অভিযোগ করা হয়।  দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘ডেভসের বামপন্থীদের বিষয়ে জানার আগে সব কিছু ভালো চলছিল। এখন আমরা নিশ্চিত নয় কিন্তু আমরা বলতে পারি যদি ইংল্যান্ড বা ওয়েলসের রাস্তায় বেক্সিটের পক্ষের একশ মানুষকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয় তারা বেক্সিটের পক্ষে কিনা? তারা বলবে, শুধুমাত্র ডাভোসের বামরা ১৩ বছর তাদের পাশে থাকার কারণেই তারা বেক্সিটের পক্ষে ভোট দিয়েছে।

এছাড়া লেবার পার্টির সাবেক নেতার বক্তব্যে দলটি যে প্রতিক্রিয়া দিল তা খুবই ভালো।

/এসএনএইচ/