বিনামূল্যে বেকারদের কাপড় পরিষ্কার করে যে লন্ড্রি!

যুক্তরাজ্যের গৃহহীন মানুষযখন ক্রমেই কর্পোরেশনের সামাজিক দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন উঠছে, তখন একটি কোম্পানি ইংল্যান্ডের বেকারদের জন্য এক অভিনব সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। তারা ওই বেকারদের চাকরির সাক্ষাৎকারে অংশ নেওয়ার জন্য বিনামূল্যে কাপড় পরিষ্কার করে দেবে।

টুইটার ব্যবহারকারী জেমস মেলভিলে একটি ছবি পোস্ট করেন, যেখানে টিম্পসন ড্রাই ক্লিনারের একটি সাইনবোর্ডে লেখা, ‘যদি আপনি বেকার হয়ে থাকেন এবং সাক্ষাৎকারের জন্য একটি পোশাক থাকে, তাহলে আমরা তা বিনামূল্যে পরিষ্কার করে দেবো।’

উল্লেখ্য, ব্রিটিশ সরকারের ওয়েবসাইটে দেখা যায়, চাকরি প্রত্যাশীরা সাক্ষাৎকারের জন্য ভালো কাপড় কিনতে আর্থিক সাহায্য চাইতে পারেন।

যুক্তরাজ্যে টিম্পসনের ৫০০টি স্টোরের সবগুলোতেই দু’বছর ধরে বিনামূল্যে কাপড় পরিষ্কারের ব্যবস্থা করা হয়েছে।

স্থানীয় আবাসন কর্তৃপক্ষ ২০১৬ সালের জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত যে পরিমাণ আবেদন জমা পড়েছে, তা ২০১৫ সালের ওই সময়ের তুলনায় ২ শতাংশ বেশি। কিন্তু ২০১০ সালের তুলনায় ২০১৬ সালে গৃহহীনের পরিমাণ বেড়েছে প্রায় দ্বিগুণ।  

ইংল্যান্ডে গৃহহীনদের জন্য চাকরি পাওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ। চাকরি পাওয়ার জন্য স্তায়ী ঠিকানা, অভিজ্ঞতা এবং পরিষ্কার কাপড় খুবই দরকারি। গৃহহীনদের মধ্যে স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন সমস্যাও সৃষ্টি হতে দেখা যায়।

সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/