ইরোম শর্মিলার নির্বাচনি প্রচারণায় কেজরিওয়ালের ৫০ হাজার রুপি অনুদান

অরবিন্দ কেজরিওয়াল এবং ইরোম শর্মিলামণিপুরের মানবাধিকার আন্দোলনের অন্যতম পথিকৃত ও নবগঠিত পিপলস রিসারর্জেন্স এন্ড জাস্টিস অ‌্যালায়েন্স (পিআরজেএ) পার্টির প্রধান ইরোম শর্মিলার নির্বাচনি প্রচারণায় ৫০ হাজার রুপি অনুদান দিয়েছেন দিল্লির মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, শর্মিলার পার্টি পিআরজেএ মণিপুরের বিধানসভা নির্বাচনে অংশগ্রহণ করছে। তবে আর্থিক সংকটের জন্য দলটি নির্বাচনি প্রচারণাও চালাতে পারছিল না।

আর্থিক সংকট নিরসনে তহবিল সংগ্রহে পিআরজেএ অনলাইনে আবেদন জানায়। তাদের আবেদনে সাড়া দিয়ে অনেক মতো আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ‌্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালও এগিয়ে এসেছেন।

কেজরিওয়াল এক টুইটার বার্তায় পিআরজেএ-র আবেদনটি শেয়ার করে অন‌্যদেরও পিআরজেএ-কে সহায়তা করার আহ্বান জানিয়েছেন।

তিনি টুইটার বার্তায় বলেছেন, ‘আমার ক্ষুদ্র সহায়তা হিসেবে তাকে ৫০,০০০ রুপি দান করছি এবং তাকে সহায়তা দেওয়ার জন‌্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’ 

বিধানসভা নির্বাচনের ব‌্যয় ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য শর্মিলার পার্টি গণচাঁদা সংগ্রহ করছে। তার অংশ হিসেবেই তারা অনলাইনে আর্থিক সহযোগিতার আবেদন জানায়।

গত বছর সেপ্টেম্বরে কেজরিওয়ালের সঙ্গে সাক্ষাৎ করেন শর্মিলা। তখন তিনি বলেছিলেন, তিনি শুরু কেজরিওয়ালের নৈতিক সমর্থনই চান না। তিনি নির্বাচনে জয়ী হতে কেজরিওয়ালের স্বেচ্ছাশ্রমও আশা করেন।

উল্লেখ্য, ২০০০ সালে মণিপুরের মালোম গ্রামের বাসস্ট্যান্ডে সন্ত্রাসী সন্দেহে দশজন নিরীহ গ্রামবাসীকে হত্যার অভিযোগ উঠে আসাম রাইফেলসের জওয়ানদের বিরুদ্ধে। কিন্তু আফস্পা কার্যকর থাকায় ওই সেনা সদস্যদের বিরুদ্ধে কোনও তদন্তও হয়নি। এর প্রতিবাদে ও আফস্পা আইন প্রত্যাহারের দাবিতে অনশন শুরু করেন ইরোম শর্মিলা। প্রথমবার তিনি গ্রেফতার হন ২০০৬ সালে। জেল হেফাজতে হাসপাতালে থাকা শর্মিলাকে প্রতি ১৫ দিন পরপর আদালতে হাজিরা দিতে হয়। ১৬ বছরের দীর্ঘ এই অনশনের কালে ইরোম শর্মিলাকে নল দিয়ে বিশেষ প্রক্রিয়ায় খাবার দেওয়া হয়েছে।

প্রায় ১৬ বছর দীর্ঘ অনশন ভেঙে গত বছর জুলাইয়ে ইরোম শর্মিলা জানান, আগামী নির্বাচনে জনগণের সমর্থন নিতে চান তিনি। তখন তিনি বলেছিলেন, ‘আমি ব্যক্তিগত জীবনে প্রবেশের ক্ষেত্রে একটি শর্ত আরোপ করেছি। যদি জনগণ আমার নতুন নীতি সমর্থন না করেন, অথবা আমাকে ত্যাগ করেন বা অপমান করেন, তাহলে আমি আমার জীবনের নতুন অধ্যায় শুরু করব।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।

/এসএ/