নারী সেনাদের হিজাব পরার অনুমতি দিলো তুরস্ক

Turkeyসশস্ত্র বাহিনীর নারী সদস্যদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে তুরস্ক। বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নতুন নিয়ম অনুযায়ী, সশস্ত্র বাহিনীর নারী সদস্যরা তাদের ক্যাপের নিচে হিজাব পরতে পারবেন। তবে হিজাবের রঙ আর ইউনিফর্মের রঙ একই হতে হবে। অর্থাৎ, ইউনিফর্মের রঙ-এর সঙ্গে মিলিয়ে হিজাব পড়তে হবে।

আধুনিক তুরস্কের প্রতিষ্ঠাতা কামাল আতার্তুকের শাসনামলে দেশটির সংবিধানে সব সরকারি প্রতিষ্ঠানে হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল। তবে গত এক দশক ধরে শিক্ষা প্রতিষ্ঠানসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠান থেকে ধারাবাহিকভাবে এ সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আসছে দেশটি।

সর্বশেষ প্রতিষ্ঠান হিসেবে সশস্ত্র বাহিনীতে এতোদিন পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর ছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আদেশের পর সেটাও আর কার্যকর থাকছে না। মন্ত্রণালয়ের অফিসিয়াল গেজেট প্রকাশের পর আনুষ্ঠানিকভাবে নতুন এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সূত্র: আল জাজিরা, আনাদোলু এজেন্সি।

/এমপি/