কাশ্মিরে ভারতীয় সেনা বহরে হামলা, ৩ সেনা নিহত

হামলার পর ভারতীয় সেনাবাহিনীর তল্লাশি অভিযানভারত অধিকৃত জম্মু-কাশ্মিরে সামরিক বহরে একদল বন্দুকধারী হামলা চালিয়েছে। এতে তিন সেনা সদস্য নিহত এবং আরও চারজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। দুই পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে স্থানীয় এক বয়স্ক নারী নিহত হয়েছেন বলে সেনা কর্তৃপক্ষের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সেনা কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবার দিনগত রাত আড়াইটার দিকে এ হামলার ঘটনা ঘটে। গোপন সূত্রে খবর পেয়ে চিত্রগাম এলাকায় একটি তল্লাশি অভিযান শেষে ৪৪ রাষ্ট্রীয় রাইফেলসের একটি দল শোপিয়ানের মাতৃগাম এলাকার একটি গ্রামের কাছে পৌঁছালে তাদের ওপর ভারি অস্ত্রে সজ্জিত একটি গ্রুপ হামলা চালায়।

হামলাকারীদের গুলির জবাব দেন সেনা সদস্যরা। দু’পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা ধরে গোলাগুলি চলে। পরে অতিরিক্ত সেনা ঘটনাস্থলে আসার পর হামলাকারীরা পালিয়ে যায়। পুরো এলাকায় তল্লাশি চালিয়েছে সেনাবাহিনীর সদস্যরা।

অস্ত্রধারীদের হামলায় তিন সেনা সদস্য নিহত এবং আরও চার সেনা আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে।

দু’পক্ষের গোলাগুলিতে ক্রসফায়ারে পরে মৃত্যু হন এক স্থানীয় বয়স্ক নারীর। ওই নারীর নাম জানা বেগান। তার ছেলে জানিয়েছেন, গোলাগুলির শব্দে তার ঘুম থেকে উঠেন। আর যখন মেঝেতে পরে থাকা তার মাকে উদ্ধার করতে এগিয়ে আসেন, ততক্ষণে  জানা বেগান নিহত হয়েছেন।

গত তিন সপ্তাহে কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর উপর এটি চতুর্থ হামলা। এর আগের তিন হামলায় এক মেজরসহ ছয় সেনা সদস্য নিহত হয়েছেন।

সূত্র: এনডিটিভি, পিটিআই।

/এসএ/