উইচ্যাটে যুক্ত হলেন বিল গেটস

বিল গেটসচীনের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ উইচ্যাটের নতুন সদস্য হলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। এ খবর জানিয়ে নিজের অফিসিয়াল অ্যাকাউন্টে সংক্ষিপ্ত বক্তব্যসহ ৩০ সেকেন্ড ব্যাপ্তির একটি ভিডিও পোস্ট করেছেন তিনি। এতে দর্শকদের চীনা ভাষায় স্বাগত জানানোর পাশাপাশি এতে যুক্ত হওয়ার ব্যাপারটি ইংরেজি ভাষায় বর্ণনা দিয়েছেন বিল গেটস। 

নিজের পড়া বই ও অন্যান্য ভাবনা বিষয়ক পোস্টসহ ব্যক্তিগত ব্লগ হিসেবে উইচ্যাট অ্যাকাউন্টকে ব্যবহার করবেন বলে জানিয়েছেন বিল গেটস। এর আগে পশ্চিমা তারকাদের মধ্যে মার্কিন গায়িকা সেলেনা গোমেজ, হলিউড অভিনেতা জন কুসাক ও ব্যাকস্ট্রিট বয়েজ ব্যান্ডের সদস্যরা উইচ্যাটের সদস্য হন।

চীনের মোবাইল বাজারে উইচ্যাটই বেশি জনপ্রিয়। ২০১১ সালে এটি চালু হয়। এর দৈনিক ব্যবহারকারীর সংখ্যা ৭ কোটি ৬৮ লাখ। এর মধ্যে অর্ধেক মানুষই দিনে দেড় ঘণ্টা করে উইচ্যাটে থাকে। তাই অন্যান্য দেশের ভক্তদের সঙ্গে সম্পৃক্ত থাকতে চীনা অ্যাপটি নিয়মিত ব্যবহার করেন বিখ্যাত তারকারা।

এর আগে ২০১০ সালে জনপ্রিয় মাইক্রোব্লগিং ওয়েবসাইট ওয়েইবোতে একটি অ্যাকাউন্ট খোলেন বিল গেটস। এতে তার অনুসারীর সংখ্যা ৩০ লাখেরও বেশি। একই ওয়েবসাইটে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক ও পদার্থবিদ স্টিফেন হকিংয়ের প্রোফাইল আছে।

/জেএইচ/